গোলাপি বলের টেস্টে ইডেনে বেল বাজাতে পারেন দুই বিশ্ব চাম্পিয়ন দাবাড়ু

Nov 07, 2019, 13:56 PM IST
1/5

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

সুখেন্দু সরকার- ২২শে নভেম্বর ইডেনে গোলাপি বলের টেস্টে খেলবে ভারত-বাংলাদেশ। টেস্টের যে কোনও একদিন ম্যাচ শুরুর আগে ইডেনে বেল বাজাতে পারেন দুই বিশ্ব চাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ এবং ম্যাগনাস কার্লসেন।

2/5

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ভারত-বাংলাদেশ দিন রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ চলাকালীন শহরে দাবার মেগাটুর্নামেন্ট হবে। গ্র্যান্ড চেস টুর- এর ভারত পর্ব - টাটা স্টিল চেস ইন্ডিয়া চলবে ওই সময় (২২-২৬ নভেম্বর)। 

3/5

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ওই টুর্নামেন্টে খেলতে আসছেন আনন্দ এবং কার্লসেনের এর মতো তারকারা।  এমনিতেই আনন্দকে বিসিসিআই ভারত-বাংলাদেশ ইডেন টেস্টে অতিথি হিসাবে থাকার আমন্ত্রণ জানিয়েছে।

4/5

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

দুই বিশ্ব চ্যাম্পিয়ন টেস্টের প্রথম দিন বাদে যে কোনও একদিন ইডেন বেল বাজাতে পারেন বলে জানা গিয়েছে। যদিও ঠিক কোনদিন তাঁরা বেল বাজিয়ে খেলা শুরু করার ঘোষণা করবেন তা জানা যায়নি। 

5/5

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ইডেনে বেল বাজাবেন দুই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু

ন্ড চেস টুর এর ভারত পর্ব - টাটা স্টিল চেস ইন্ডিয়া এবার অনুষ্ঠিত হবে ন্যাশনাল লাইব্রেরিতে। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছেন গতবারের rapid champion হিকারু নাকামুরা এবং blitz champion বিশ্বনাথন আনন্দ।