Rahul Gandhi | Bharat Jodo Nyay Yatra: ন্যায় যাত্রায় রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেলিম-সুজন-শতরূপের!

সিপিআইএম-এর বিরুদ্ধে জোটের মধ্যে দাদাগিরি করার অভিযোগ এনেছে তৃণমূল। মমতার কটাক্ষ, "আজ সিপিআইএম ওদের নেতা হয়েছে।"

Feb 01, 2024, 16:09 PM IST
1/6

রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাম নেতৃত্বের!

Selim, Sujan and Shatarup meets Rahul

মৌমিতা চক্রবর্তী: ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে রাহুল গান্ধীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেলিম-সুজন-শতরূপের।

2/6

রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাম নেতৃত্বের!

Selim, Sujan and Shatarup meets Rahul

এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রায় মুর্শিদাবাদে রাহুল গান্ধী। সেখানে গিয়েই তাঁর সঙ্গে দেখা করেন বাম নেতৃত্ব।

3/6

রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাম নেতৃত্বের!

Selim, Sujan and Shatarup meets Rahul

যদিও সূত্রের খবর, এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে খুব উচ্ছ্বাস দেখা যায়নি কোনও পক্ষের মধ্যেই। 

4/6

রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাম নেতৃত্বের!

Selim, Sujan and Shatarup meets Rahul

প্রসঙ্গত, ইন্ডিয়া জোট ভাঙার দায় সিপিআইএম-এর ঘাড়ে চাপিয়েছেন তৃণমূল নেত্রী। কংগ্রেসের সঙ্গে জোট ভাঙার জন্য বামেদের দায়ি করেন মমতা। 

5/6

রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাম নেতৃত্বের!

Selim, Sujan and Shatarup meets Rahul

তৃণমূল নেত্রীর কথায়, "সিপিআইএম-এর সঙ্গে যারা ঘর করে, আমি তাদের ক্ষমা করি না।"

6/6

রাহুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বাম নেতৃত্বের!

Selim, Sujan and Shatarup meets Rahul

এদিন শান্তিপুরের সভা থেকেও ফের একলা চলার বার্তা দিয়ে মমতা তোপ দাগেন,"আমি জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। বাংলায় সিপিআইএম-কংগ্রেস জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য।"