ইতিহাস গড়ল নিফটি, ভোটের হাওয়ায় ফুরফুরে শেয়ার বাজার
Apr 16, 2019, 16:20 PM IST
1/8
রেকর্ড ভেঙে আরও এক বার রেকর্ড গড়ল শেয়ার বাজার। মঙ্গলবার এই প্রথম ১১,৮০০ ছুঁল নিফটি। সেনসেক্সও ৪৫৮ পয়েন্ট বেড়ে ৩৯,৩৬৪ অঙ্কে পৌঁছয়। যা নজিরবিহীন রেকর্ড বলছেন বিশেষজ্ঞরা
2/8
এ দিন ছিল টিসিএস-র রেজাল্ট। শেষ ত্রৈমাসিক রেজাল্ট ভাল হওয়ায় মজবুত ছিল তথ্য-প্রযুক্তির এই শেয়ার। এক শতাংশ বৃদ্ধি টিসিএস-র।
photos
TRENDING NOW
3/8
ব্যাঙ্কের শেয়ারদরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আইসিআইসিআই ব্যাঙ্ক ৪ শতাংশ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৪ শতাংশ, এক্সিস ব্যাঙ্ক ১.৬ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ০.৮০ শতাংশ বৃদ্ধি পায়।
4/8
তবে, ইনফোসিস সকালে ৩ শতাংশ পড়ে গিয়ে বাজর বন্ধ হওয়ার সময় দাঁড়ায় ০.৪০ শতাংশে।
5/8
গত কয়েক সপ্তাহ ধরে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগের হিড়িক পড়েছে বিদেশি লগ্নিকারীদের। প্রধানত, শেয়ার বাজার তুঙ্গে থাকার এটি অন্যতম কারণ বলে মনে করছেন শেয়ার বিশেষজ্ঞরা।
6/8
চলতি মাসে প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন বিদেশি লগ্নিকারিরা
7/8
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ভোটের মরসুমও একটা ফ্যাক্টর। ক্ষমতায় কে আসে, সেই গতিবিধি বুঝেই বিনিয়োগ করছেন লগ্নিকারিরা।
8/8
ইতিমধ্যে রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। গৃহঋণের সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। এমনকি দেশের অর্থনীতি চাঙ্গা রাখতে জুনেও আরবিআই সুদ কমাতে পারে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।