Eid 2022: শাহরুখ-সলমন-আমির-করিনা, ইদ কেমন কাটাচ্ছেন বলিউডের তারকারা?

May 03, 2022, 18:30 PM IST
1/6

সলমন খান

Salman Khan Celebrating Eid

নিজস্ব প্রতিবেদন: এবছর ইদে পার্টির আয়োজন করেননি সলমন খান। এইবার ইদের পার্টি দিচ্ছেন সলমনের বোন অর্পিতা,সেখানেই হাজির থাকবে গোটা খান পরিবার।   

2/6

করিনা কাপুর খান

Kareena Kapoor Khan Celebrating Eid

কাছের মানুষদের নিয়ে একটা ছোট্ট সেলিব্রেশনের ব্যবস্থা করেছেন করিনা কাপুর খান।   

3/6

শাহরুখ খান

Shah Rukh Khan Celebrating Eid

শাহরুখ অবশ্য এবছরের ইদ পরিবারের সঙ্গে বাড়িতেই কাটাবেন।   

4/6

আমির খান

Aamir Khan Celebrating Eid

অনেকদিন ইদে মুম্বইয়ে রয়েছেন আমির খান। বাড়িতেই উদযাপন করবেন আমির।   

5/6

সোহা আলি খান

Soha Ali Khan Khan Celebrating Eid

মেয়ে ও কুণাল খেমুর সঙ্গে ইদ কাটাচ্ছেন সোহা আলি খান। বাড়িতেই বানাচ্ছেন সিমাই।   

6/6

সঞ্জয় দত্ত

Sanjay Dutt Celebrating Eid

স্ত্রী মান্যতা ও দুই ছেলের মেয়ের সঙ্গে ইদ উদযাপন সঞ্জয় দত্তের।