শাহিদ আফ্রিদির আত্মজীবনী, আসছে এই মাসেই

| Apr 05, 2019, 17:50 PM IST
1/5

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

আত্মজীবনী লেখার কথা ভাবছেন। আগেই বলেছিলেন শাহিদ আফ্রিদি। একাধিক সাক্ষাত্কারে বলেছিলেন, জীবনের অনেক না বলা কথা লিখে যাবেন সেই বইয়ে। পাকিস্তানের শাহিদ আফ্রিদির সেই বই এবার প্রকাশ পাওয়ার অপেক্ষায়। 

2/5

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

জনপ্রিয় টিভি উপস্থাপক ও সম্প্রচারক ওয়াজাহাত খানের সহায়তায় আত্মজীবনীর কাজ শেষ করেছেন আফ্রিদি। 

3/5

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

গেম চেঞ্জার-নামের সেই বই চলতি মাসেই প্রকাশ পাচ্ছে। ৩০ এপ্রিল পাঠকরা সেই বই হাতে পেয়ে যাবেন। 

4/5

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

১৯৯৬ সালে ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাতে খড়ি হয়েছিল আফ্রিদির। তার পর দুই দশক ধরে তিনি ক্রিকেট খেলেছেন। 

5/5

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

আফ্রিদির আত্মজীবনী প্রকাশ এই মাসেই

২৭ টেস্ট, ৩৯৮ একদিনের ম্যাচ ও ৯৯টি টি-২০ খেলেছেন আফ্রিদি। রান করেছেন ১১ হাজারেরও বেশি। তাঁর ঝুলিতে রয়েছে ৫৪০টি উইকেট।