মণীশ-খুনের রেশ কাটতে না কাটতেই শমীক ভট্টাচার্যকে মারধর, গাড়ি ভাঙচুর

Oct 06, 2020, 18:19 PM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: টিটাগড়ে খুন হয়েছেন বিজেপি নেতা মণীশ শুক্লা। ওই ঘটনায় চলছে তোলপাড়। এবার দক্ষিণ ২৪ পরগনায় হামলার মুখে পড়লেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বিনা প্ররোচনায় তাঁর উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। 

2/4

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ড হারবারে বিজেপির একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন শমীক ভট্টাচার্য। পথে বিষ্ণুপুরের সহদেবপুরে তাঁর গাড়ি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী।

3/4

শুরু হয় গাড়ি ভাঙচুর। সামনের কাঁচ ভেঙে দেওয়া হয়। এর পাশাপাশি লুঠপাটও চালানো হয় বলে অভিযোগ। শমীকবাবুর সোনার চেন,টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলই পরিকল্পনা করে হামলা চালিয়েছে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিস। বিষ্ণুপুর থানার অফিসার ইন-চার্জ অভিযোগ নিতে চাননি। ফোন ধরেননি জেলার পুলিস সুপার। 

4/4

শমীক ভট্টাচার্যর অভিযোগ, একটা মিটিংয়ে যাচ্ছিলাম। মিটিং করার অধিকার নেই? বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। আমাকে ফেলে মারছে, কোনওরকমে বাঁচলাম। ওরা সবাই তৃণমূলের লোক।