Shamita Shetty: জন্মদিনে রাকেশের কোলে শমিতা, শুরু বিয়ের পরিকল্পনা!

Feb 02, 2022, 14:18 PM IST
1/6

শুভ জন্মদিন

Happy Birthday Shamita

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি বিগ বস প্রতিযোগিতায় চতুর্থ স্থান পান শমিতা শেট্টি। যদিও ঘরে উপস্থিত বেশিরভাগ প্রতিযোগীই ভেবেছিলেন এই সিজন জিততে চলেছেন শমিতা। কিন্তু সেরা তিনেও জায়গা পাননি শমিতা। এ হেন সিদ্ধান্তে নারাজ তারকা থেকে নেটিজেনরাও। তাও বিগ বসের ঘরে এতো মানুষের ভালোবাসাকেই নিজের জয় বলে মনে করেন শমিতা।

2/6

সেলিব্রেশন শুরু

Birthday Celebration

বুধবার শমিতা শেট্টির ৪৩ তম জন্মদিন। মঙ্গলবার রাত থেকেই শুরু সেলিব্রেশন। বয়ফ্রেন্ড রাকেশ বাপাটের সঙ্গে দেখা গেল শমিতাকে।   

3/6

প্রথম দেখা

Raqesh-Shamita

বিগ বস ওটিটিতে প্রথম দেখা ও পরিচয় রাকেশ বাপাট ও শমিতা শেট্টির। সেখান থেকেই শুরু তাঁদের প্রেম কাহিনি। শমিতা জানান, এই বছরই বিয়ে করতে চান তিনি। এবিষয়ের শিল্পা শেট্টিকে জিগেস করা হলে তিনি  অবশ্য এই বিষয়ে কোনও কথা বলতে চাননি।   

4/6

পরিবারের পছন্দ

Raqesh-Shamita

বিগ বসের মঞ্চেই রাকেশ জানান, ইতিমধ্যেই শমিতার মা তাঁর প্রিয় বন্ধু হয়ে উঠেছেন। এমনকি রাকেশকেও জামাই হিসাবে পছন্দ শমিতার মা ও দিদি শিল্পার।   

5/6

ঘনিষ্ঠ রাকেশ শমিতা

Raqesh-Shamita

জন্মদিনে শমিতার জন্য পার্টি আয়োজন করেছিলেন শিল্পা শেট্টি। সেখানেই একসঙ্গে দেখা গেল শমিতা ও রাকেশকে। শমিতার গালে চুমু খাওয়ার পাশাপাশি তাঁকে কোলে তুলে নিলেন রাকেশ।  

6/6

সঙ্গে নেহা

With Neha

রাকেশের পাশাপাশি অভিনেতার জন্মদিনে হাজির ছিলেন তাঁর বন্ধু গায়িকা নেহা ভাসিন।