Bohurupi: সব রেকর্ড ভেঙে চুরমার! দশম সপ্তাহেও হাউজফুল, 'বহুরূপী'র আয় ছাড়াল...

Bohurupi Box Office Collection: দর্শকের ঢল দেখলে, বুঝতে পারবেন না প্রথম সপ্তাহ চলছে না দশম সপ্তাহ! এখনও সিনেমাহলে রমরমিয়ে চলছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বহুরূপী'। ৬৮ তম দিনেও প্রত্যেকটি প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ। ৬৮ তম দিনে বহুরূপী পার করল ১৭.২৫ কোটির গণ্ডি। যা বাংলা ছবির ইতিহাসে প্রথম। 

| Dec 17, 2024, 14:36 PM IST
1/8

বক্স অফিসে বহুরূপী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দর্শকের ঢল দেখলে, বুঝতে পারবেন না প্রথম সপ্তাহ চলছে না দশম সপ্তাহ! এখনও সিনেমাহলে রমরমিয়ে চলছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'বহুরূপী'।  

2/8

বক্স অফিসে বহুরূপী

পুজোয় মুক্তিপ্রাপ্ত এই ছবিকে ঘিরে প্রথমদিন থেকেই ছিল দর্শকের উত্‍সাহ। শুধু দর্শকের সাধুবাদই নয়, এই ছবি প্রশংসিত হয়েছে সমালোচকদের কলমেও।   

3/8

বক্স অফিসে বহুরূপী

ছবিতে অভিনয়ের জোরে চমকে দিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়।   

4/8

বক্স অফিসে বহুরূপী

রক্তবীজের পর ফের পুলিসের চরিত্রে নজরকাড়া ছিলেন আবীর চট্টোপাধ্যায়। আবীরের স্ত্রীয়ের চরিত্রে ঋতাভরী চক্রবর্তীও প্রশংসা কুড়িয়েছেন।   

5/8

বক্স অফিসে বহুরূপী

ছবির অগ্রিম টিকিট বুকিংয়েই ৫০ লক্ষ টাকা আয় করেছিল প্রযোজনা সংস্থা উইন্ডোজ। এই ছবির গানের স্বত্ব বিক্রি হয়েছে ৫০ লক্ষ টাকায়। কিনেছে জঙ্গলি মিউজ়িক।    

6/8

বক্স অফিসে বহুরূপী

প্রথমদিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। এটিই প্রথম ছবি যা বক্স অফিসে আয় করেছে ১০ কোটির বেশি।   

7/8

বক্স অফিসে বহুরূপী

গত শনি এবং রবিবার ছিল বহুরূপীর দশম উইকেন্ড। ৬৮ তম দিনেও প্রত্যেকটি প্রেক্ষাগৃহ ছিল পূর্ণ।   

8/8

বক্স অফিসে বহুরূপী

৬৮ তম দিনে বহুরূপী পার করল ১৭.২৫ কোটির গণ্ডি। যা বাংলা ছবির ইতিহাসে প্রথম।