Sidharth Shukla: জন্মদিনে সিদ্ধার্থের পরিবারের তরফ থেকে ফ্যানেদের জন্য বিশেষ উপহার

| Nov 26, 2021, 17:18 PM IST
1/6

মনখারাপের খবর

Demise

নিজস্ব প্রতিবেদন: ২ সেপ্টেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। ছোটপর্দায় তাঁর ফ্যান ফলোয়িং সত্যিই যেকোনও সুপারস্টারের কাছেও ঈর্ষণীয়।   

2/6

জনপ্রিয়তার শীর্ষে

Multitalented

তাঁর মৃত্যু মেনে নিতে বেশ কিছুটা সময় লেগেছে তাঁর পরিবার ও ফ্যানেদের। মডেলিং থেকে অভিনয়, শরীরচর্চাতেও তাঁর জুড়ি মেলা ভার ছিল।   

3/6

স্বপ্নপূরণ

Unfullfilled Dreams

বিগ বস সিজন ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ সবমিলিয়েই ছিলেন জনপ্রিয়তার শীর্ষে। তবে সম্প্রতি তাঁর পরিবারের তরফ থেকে জানা যায় যে সিদ্ধার্থের একটা স্বপ্ন পূরণ বাকি রয়ে গেছে।   

4/6

ব়্যাপার সিড

Rapper Sid

অভিনেতার পাশাপাশি তিনি হতে চেয়েছিলেন ব়্যাপার। এমনকি একটি ব়্যাপ সং রেকর্ডও করেছিলেন তিনি।   

5/6

জন্মদিনের উপহার

Birthday Gift

আগামী ১২ ডিসেম্বর সিদ্ধার্থ শুক্লার জন্মদিনে সেই ব়্যাপ সং রিলিজ করতে চলেছে তাঁর পরিবার। এই বছরের শুরুর দিকেই একটি ব়্যাপ গান রেকর্ড করেছিলেন সিদ্ধার্থ।   

6/6

শেহবাজের কথায়

Lyricist Shehbaaz

সেই ব়্যাপের কথা লিখেছেন সিদ্ধার্থের প্রেমিকা শেহনাজ গিলের ভাই শেহবাজ বাদশা। এই গানটি রিলিজ করতে চলেছেন জি স্কিলজ। একাধিক পাঞ্জাবী হিট গান তৈরি করেছেন তাঁরা।