হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

Mar 31, 2018, 12:55 PM IST
1/8

heat 8

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

প্রচণ্ড গরমে মানুষ এবং পশু-পাখি প্রত্যেকেই হিট স্ট্রোকের শিকার হচ্ছে। কিন্তু অনেকেই বুঝতে পারছেন না যে হিট স্ট্রোক হয়েছে। তাই সঠিক সময়ে চিকিত্‌সা না করানোর ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে অনেকের ক্ষেত্রেই। আপনি যাতে এমন কোনও সমস্যায় না পড়েন, তার জন্য হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে রাখুন। তাহলে তাড়াতাড়ি চিকিত্‌সা করাতে পারবেন।

2/8

heat 7

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

হিট স্ট্রোক হলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। এমনকী তাপমাত্রা ১০৪ ডিগ্রি কিংবা তার থেকেও বেশি হতে পারে।

3/8

heat 6

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

মাথা ঘোরা এবং বমি হওয়া হিট স্ট্রোকের অন্যতম লক্ষণ।

4/8

heat 5

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

এরসঙ্গে থাকে প্রচণ্ড মাথার যন্ত্রণা।

5/8

heat 4

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

হিট স্ট্রোক হলে ক্লান্তি ভাব এবং দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যেতে পারে। অতএব এইসব লক্ষণগুলি মাথায় রেখে সাবধানে চলুন।

6/8

heat 3

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

রক্তচাপ এবং হৃদস্পন্দনও বেড়ে যেতে পারে।

7/8

heat 2

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

পেটে ব্যথার সঙ্গে পেশিতে টানও ধরে অনেকের।

8/8

heat 1

হিট স্ট্রোকের লক্ষণগুলো জেনে নিয়ে সুস্থ থাকুন

হিট স্ট্রোক হলে প্রচুর পরিমাণে ঘাম হতেও পারে, আবার একেবারে ঘাম না হতেও পারে।