এই রাজ্যে এল 'অচ্ছে দিন', পরিবার পিছু একজনের চাকরি, মকুব ঋণ
Jan 12, 2019, 23:04 PM IST
1/5
লোকসভা ভোট শিয়রে। তার আগে কল্পতরু হয়ে উঠছে রাজনৈতিক দলগুলি। সেই তালিকায় নয়া সংযোজন সিকিম।
2/5
প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রকল্প শুরু করল সিকিম সরকার। সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং ঘোষণা করলেন, রাজ্য প্রতিটি পরিবারের অন্তত একজনের চাকরির ব্যবস্থা করবে সরকার।
photos
TRENDING NOW
3/5
নিজের হাতে রাজ্যের ৩২টি বিধানসভা কেন্দ্র থেকে দুজন করে ব্যক্তিকে নিয়োগপত্র দিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। শুধু চাকরি দেওয়াই নয়, কৃষকদের ঋণ মকুবের ঘোষণাও করেছেন পবন চামলিং।
4/5
এর আগে ২০,০০০ যুবককে অস্থায়ী চাকরি দিয়েছিলেন পবন চামলিং। শনিবার দেওয়া হল ১১,৭৭২ জনকে নিয়োগপত্র।
5/5
সরকারি চাকরিতে গ্রুপ ডি-র নিয়োগ চলছে। মুখ্যমন্ত্রীর কথায়, চৌকিদার, মালি, হাসপাতালের কর্মী, গ্রামের পুলিস-সহ একাধিক পদে নিয়োগ করছে সরকার।