আকাশে ৫ কিলোমিটার জুড়ে শুধুই ধোঁয়া! জেগে উঠল সিনাবুং

Aug 11, 2020, 13:46 PM IST
1/5

সোমবার প্রবল হুঙ্কার দিয়ে জেগে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রার মাউন্ট সিনাবুঙ আগ্নেয়গিরি।   

2/5

উদগীরণের তীব্রতা এতটাই ছিল যে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫ কিলোমিটারেরও বেশি উঁচু পর্যন্ত ঢেকে যায় কালো ধোঁয়া।

3/5

স্থানীয়দের নিরাপদ দূরত্বে স্থানান্তর করেছে প্রশাসন। আগ্নেয়গিরির আশেপাশে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। 

4/5

সোমবার সকাল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পরে আগ্নেয়গিরি থেকে ২০ কিলোমিটারেরও বেশি দূর পর্যন্ত। 

5/5

ইন্দোনেশিয়ায় প্রায় ১২০টি জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে। এর মধ্যে সিনাবুঙ গত ৪ শতাব্দী ধরে ঘুমন্ত অবস্থায় ছিল। ২০১০ সালে হঠাত্ই প্রবল বিস্ফোরণে জেগে ওঠে সিনাবুঙ। তারপর থেকে বার বার কেঁপে উঠেছে সিনাবুঙ আগ্নেয়গিরি। ২০১৪ সালে ও ২০১৬ সালে যথাক্রমে ১৬ জন ও ৭ জনের মৃত্যু হয় সিনাবুঙে।