সিঁদুরে রাঙা মুখখানি, উমার এবার কৈলাসে ফেরার পালা

Oct 05, 2022, 11:36 AM IST
1/6

পাঁচ দিনের শারদ উত্সব শেষ হয় বিজয়া দশমীর মধ্য দিয়ে।

2/6

দশমী পুজোর পর দর্পণে হয় প্রতিমা নিরঞ্জন।

3/6

তারপরই শুরু হয় দেবীবরণ।

4/6

প্রথমে দেবীবরণ, তারপর সিঁদুরখেলা। দশমীর মাহাত্ম্য লুকিয়ে এই রীতি আচারেই।

5/6

এরপর উমা মর্ত্যলোক ছেড়ে ফিরে কৈলাসে শিবের কাছে।

6/6

প্রতিমা কাঠামো জলে বিসর্জন দিতেই শুরু হয় বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পালা। একে অপরের সঙ্গে কোলাকুলিতে মেতে ওঠেন।