সুন্দরবন রক্ষায় সিনেট, ভালোবাসার টানে সুদূর আয়ারল্যান্ড থেকে এসে সুন্দরী রোপণ!

Jan 26, 2023, 16:20 PM IST
1/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

প্রসেনজিৎ সর্দার: ভালোবাসার টানে সুদূর আয়ারল্যান্ড থেকে সুন্দরবনে। সুন্দরবনে এসে সুন্দরী গাছ রোপণ করলেন সিনেট ফক্স নামে এক মহিলা। ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে তৈরি হল ভালোবাসার এক অনন্য নজির। 

2/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

ভালোবাসা দিয়ে জয় করা যায় গোটা পৃথিবী, প্রমাণ করে দিলেন এক বিদেশি মহিলা। তবে এই মহিলার ভালোবাসা একটু অন্য রকম। তিনি ভালোবেসেছেন সুন্দরবনের ম্যানগ্রোভকে। 

3/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

গোটা পৃথিবী যখন বিশ্ব উষ্ণায়নের শিকার, তখন পরিবেশকে ভালোবাসার পাঠ দিচ্ছেন এই বিদেশিনী। সুন্দরবন পৃথিবীর অক্সিজেনের একটি বড় ভান্ডার।

4/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

তাই সুন্দরবন বাঁচলে, গোটা পৃথিবী রক্ষা পাবে এমনটাই মনে করেন আয়ারল্যান্ডের সিনেট। তাই ম্যানগ্রোভ রক্ষার বার্তা দিতে সোজা আয়ারল্যান্ড থেকে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের ঝড়খালিতে চলে এসেছেন সবুজ বাহিনীর মহিলাদের সাথে দেখা করার জন্য।   

5/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

ঝড়খালি সবুজ বাহিনীর মহিলারা দীর্ঘ কয়েক বছর ধরে সুন্দরবন রক্ষায় নিজেদের নিয়োজিত রেখেছেন। ঝড়খালির বিভিন্ন প্রান্তে নদী বাঁধের পাশে রোপণ করে চলেছেন ম্যানগ্রোভের চারা।   

6/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

সবটাই সুন্দরবন রক্ষার জন্য। আজ সিনেট ফক্স সবুজ বাহিনী সেইসব মহিলাদের সাথে বিভিন্ন গ্রাম ঘুরে ম্যানগ্রোভ দেখেন। মহিলাদের বিভিন্ন সমস্যার কথাও তিনি শোনেন।   

7/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

পাশাপাশি নিজে হাতে নদীবাঁধের পাশে ম্যানগ্রোভের চারা রোপণ করেন। সবুজ বাহিনীর মহিলারা একটি টি-শার্টও উপহার দিয়েছেন ভিনদেশি সিনেট ফক্সকে।   

8/8

সুন্দরবন রক্ষায় সিনেট

Sinet Fox comes from Ireland to save Sunderban

যাতে লেখা আছে, 'সেভ সুন্দরবন, সেভ ম্যানগ্রোভ।' আগামী দিনে সুন্দরবনের মানুষের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন সিনেট ফক্স।