ধূমপান ক্যানসারের কারণ- এই প্রবাদ যত্রতত্র শুনতে পাই। এমনকী শুনেও অভ্যস্থ। কিন্তু জানেন কি, কোনও একদিন অজান্তেই শোনার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। আর তার একমাত্র দায়ী থাকবে ধূমপান!
2/8
Pic-2
এর আগেও একধিক গবেষণায় বলা হয়েছে অত্যাধিক ধূমপায়ীরা একসময় বধির হয়ে যেতে পারেন। সম্প্রতি জাপানের এক গবেষণাও সেই শিলমোহরই দিল।
photos
TRENDING NOW
3/8
Pic-3
নয়া গবেষণার দাবি, শ্রবণক্ষমতার প্রায় ৬০ শতাংশ হারায় ধূমপানের ফলে। এক সঙ্গে ৫০ হাজার মানুষের প্রোফাইল গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন বলে গবেষকদের।
4/8
Pic-4
ফুসফুস কিংবা হৃদপিণ্ডের ক্ষতিতে সিদ্ধহস্ত ধূমপান প্রমাণিত হলেও শ্রবণ শক্তির ক্ষয়ে এর ভূমিকা কতটা এ নিয়ে বিস্তর গবেষণা চলে।
5/8
Pic-5
ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেল্থ কয়েক বছর ধরে রোগীর রেগুলার স্বাস্থ্য পরীক্ষা করে। সেখানে দেখা গিয়েছে যে সব রোগী ধূমপানে অভ্যস্থ, তাদের ২০ থেকে ৬০ শতাংশ শ্রবণ ক্ষমতা হারিয়েছে।
6/8
Pic-6
কয়েক দশক আগে মার্কিন এক গবেষণা আমেরিকান মেডিকেল জার্নালে প্রকাশিত হয়। সেই গবেষণায় বলা হয়েছিল, ৭০ শতাংশ ধূমপায়ীদের শ্রবণক্ষমতা হারায় তাড়াতাড়ি।
7/8
Pic-7
৩ হাজার মানুষকে নিয়ে গবেষণা করে দেখা গিয়েছে, ৪৮ থেকে ৫৯ বছর বয়সী ধূমপায়ীদের ২৫.৯ শতাংশ শ্রবণ ক্ষমতা হারিয়েছে। প্রাক্তন ধূমপায়ীদের ক্ষেত্রে এর হার ২২.৭ শতাংশ।
8/8
Pic-8
এই গবেষণা ৩৭৫৩ জনকে নিয়ে করা হয়। এর মধ্যে ৪৬ শতাংশ ছিলেন যাঁরা ধূমপান করেন না। ৩৯.৩ শতাংশ মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। ১৪.৭ শতাংশ ধূমপান করেন। আর তাঁরা গড়ে সাড়ে ১৭টি সিগারেট খান বলে দাবি ওই গবেষণার।