Snowfall: চারিদিকে বরফের পুরু আস্তরণ! ১০ বছর পর তুষারপাত লাভা-রিশপে

Feb 05, 2022, 22:36 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: দার্জিলিং-এ তুষারপাত চলছে লাগাতার। এবার বরফের চাদরে ঢেকে গেল কালিম্পং-র লাভা ও রিশপের মতো পর্যটনকেন্দ্রগুলিও। আশেপাশে এলাকা থেকে চলে এসেছেন বেশ কিছু পর্যটক। তাঁরা রীতিমতো উৎফুল্ল।

2/6

তাও প্রায় ১০ বছর! যেদিকে চোখ যায়, শুধু বরফ আর বরফ। এমন দৃশ্য আর দেখা যায়নি কালিম্পং-এ।

3/6

শুক্রবার রাতভর বরফ পড়েছে দার্জিলিং ও কালিম্পং-এ। এদিন সকালে যখন অঝোরে বৃষ্টি পড়ছিল সমতলে, তখনও তুষারপাত থামেনি পাহাড়ে।

4/6

রাস্তাঘাট, বাড়িঘর ঢেকে গিয়েছে বরফের পুরু আস্তরনে। দার্জিলিংয়ের ঘুমে এত তুষারপাত হয়েছে যে, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

5/6

 বাদ গেল না কালিম্পং-ও। হাড় কাঁপানো ঠান্ডা তো ছিলই, শুক্রবার রাত থেকে বরফ পড়তে শুরু করে লাভা ও রিশপে।

6/6

পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলি ইতিমধ্যেই খুলে দিয়েছে রাজ্য সরকার। তুষারপাতের খবর পেয়ে দার্জিলিং-র আশেপাশে এলাকা থেকে লাভা ও রিশপে চলে আসেন বেশ কয়েকজন পর্যটক। তারপর যা দেখলেন, তাতে উৎফুল্ল তাঁরা।