Sobhita Dhulipala: আগুন রঙা শাড়িতে নজর কাড়লেন বলি নায়িকা, ঠিক যেন লালপরী!

Sobhita Dhulipala: ১৮ তারিখ থেকে সাধারণের জন্য খুলে যাবে মুম্বইয়ে সব্যসাচীর নতুন শোরুম। লাল শাড়িতে ওই অনুষ্ঠানে নজর কাড়লেন শোভিতা। রবিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানি মুখার্জী ও রোশনি চোপড়া সহ একাধিক বলি তারকা। 

Apr 17, 2023, 14:13 PM IST
1/8

শোভিতা ধুলিপালা

শতরূপা কর্মকার: রবিবার মুম্বইতে সব্যসাচীর নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শোভিতা ধুলিপালা। লাল রঙের শাড়িতে মোহময়ী লাগছিল তাঁকে। পরে নিজেই সেই সব ফটোশ্যুটর ছবি তিনি শেয়ার করেন। 

2/8

শোভিতা ধুলিপালা

সাইরেন লাল রঙের জর্জেট শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছিল শোভিতাকে।

3/8

শোভিতা ধুলিপালা

হল্টার নেকলাইনের পিঠখোলা ব্লাউজের সঙ্গে শাড়ি পড়েছিলেন তিনি।

4/8

শোভিতা ধুলিপালা

হীরের গলার হার ও কানের দুলের সঙ্গে সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি।

5/8

শোভিতা ধুলিপালা

নিজের ইনস্টাগ্রামে এই ফটোশ্যুটর ছবি পোস্ট করেন তিনি।

6/8

সোশ্যাল মিডিয়াতে হামেশাই নিত্য নতুন পোশাকে ছবি পোস্ট করেন তিনি। 

7/8

শোভিতা ধুলিপালা

প্রাইম ভিডিয়োর তারা খান্নার রোলে অভিনয় করে শোভিতা তাঁর অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

8/8

শোভিতা ধুলিপালা

আদিত্য রায় কাপুর ও অনিল কাপুরের সঙ্গে দ্য নাইট ম্যানেজারে তাঁকে স্ক্রিন শেয়ার করতে দেখাা গিয়েছে।