Bollywood: ছোটবেলার ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা, চিনতে পারছেন এই তারকা ভাই-বোনকে?

Jun 26, 2022, 16:40 PM IST
1/6

জন্মদিনের শুভেচ্ছা

Birthday Wish

নিজস্ব প্রতিবেদন: রবিবার ভাইয়ের ৩৭ তম জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় ভাইকে শুভেচ্ছা জানান দিদি।  

2/6

তারকা ভাই-বোন

Celeb Brother Sister

ছোটবেলার ছবি শেয়ার করেই বলিউডের তারকা ভাইকে শুভেচ্ছা তারকা দিদির।   

3/6

সোনম-অর্জুন

Sonam-Arjun

এই দুই ভাই বোন হলেন সোনম কাপুর ও অর্জুন কাপুর।   

4/6

প্যারিসে অর্জুন

Arjun in Paris

জন্মদিনে প্রেমিকা মালাইকার সঙ্গে প্যারিসে অর্জুন অন্যদিকে অন্তসত্ত্বা সোনম রয়েছেন লন্ডনে, তাই ভরসা সোশ্যাল মিডিয়াই।   

5/6

সোনমের বার্তা

Sonam Message

সোনম লেখেন, মাত্র ১৫ দিনের ছোট বড় তাঁরা। এভাবেই হাতে হাত থেকে ছোট থেকে বড় হয়েছেন তাঁরা দুজন।   

6/6

সোনমের শুভেচ্ছা

Sonam Wished

অর্জুনের আরও উন্নতি হোক, সেই প্রার্থনাই করেন সোনম।