নিজস্ব প্রতিবেদন: বরফ কি গলল? দিলীপ ঘোষের বাড়ি গিয়ে বিজয়ার প্রণাম সারলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। অনুজ নেতাকে উপহারও দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
2/5
আপাত দৃষ্টিতে বিজয়া দশমীর সৌজন্য। তবে বর্তমান রাজনীতির গতিবিধি বলছে, এ নেহাত কুশল বিনিময় নয়। চলতি মাসেই যুব মোর্চার কমিটি ভেঙে দিয়েছেন দিলীপ ঘোষ। তার জেরে গোঁসা হয়েছে সৌমিত্র খাঁয়ের। যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে জানিয়েছিলেন, পুজোর পরই সভাপতি পদ থেকে ইস্তফা দেবেন।
photos
TRENDING NOW
3/5
সেই সৌমিত্রই বিজয়ায় হাজির হলেন দিলীপ ঘোষের বাড়িতে। ফেসবুকে ছবি দিয়ে লিখলেন, ''দাদার বাড়িতে গিয়ে বিজয়ার প্রণাম করে এলাম।''
4/5
সৌমিত্রকে খালি হাতে ফেরাননি দিলীপ ঘোষ। বাংলার রীতি মেনে মাংস-ভাত খাইয়েছেন। আবার মান্যবরের পাঞ্জাবিও উপহার দিয়েছেন যুব মোর্চার সভাপতিকে। রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে মিটমাট হল? সেটা অবশ্য সময়ই বলবে।
5/5
তবে একটা প্রশ্নও উঠছে। ১৬ অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিলীপ ঘোষ। বাড়ি ফেরেন ২০ অক্টোবর। ইজেডসিসি-তে বিজেপির দুর্গাপুজোয় অংশ নেননি। ১৪ দিনের নিভৃতবাসে থাকার কথা দিলীপ ঘোষের। এমন সময়ে সৌমিত্রর দেখা করা কত নিরাপদ?