স্মৃতি আর সৌরভের মধ্যে মিল কোথায়, জানেন?

Aug 06, 2018, 17:47 PM IST
1/10

Sourav_1

 টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র বা সান্ধ্য সংবাদপত্র নয়, এ বারও আরও একটা ‘ব্রেকিং নিউজ’ ব্রেক করল ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস। তবে এ বারের বিষয়টা ভারতীয় ক্রিকেটার উঠতি তারকা স্মৃতি মন্দনা আর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। 

2/10

Sourav_2

বলতে পারেন সৌরভ আর স্মৃতির মিল কোথায়? 

3/10

Sourav_3

হ্যাঁ, ঠিকই ধরেছেন, এনারা দুজনেই বাঁ হাতি। তবে গল্পটা এখানেই শেষ নয়। টুইস্ট-টা অন্যত্র। 

4/10

Sourav_4

ভারতীয় ক্রিকেটের এই দুই তারকাই তাঁদের দাদার জন্য বাঁ হাতি হয়েছেন।

5/10

Sourav_5

সৌরভের গল্পটা অনেকেরই জানা। দাদা স্নেহাশিষ গাঙ্গুলির জন্যই বাঁ হাতে ব্যাট ধরেছিলেন প্রিন্স অব কলকাতা। চণ্ডী গাঙ্গুলি পরিবারের বড় ছেলে স্নেহাশিষের জন্যই ক্রিকেট কিড কিনেছিলেন, আর সেটা ছিল বাঁ হাতিদের জন্য। আর সে কারণেই ডানে শক্তিশালী হওয়া সত্ত্বেও সৌরভ ব্যাট তুলেছিলনে বাঁ হাতেই। 

6/10

Sourav_6

স্মৃতির ক্ষেত্রেও ঘটনাটা একই। ডান হাতি স্মৃতি ক্রিকেট খেলা শুরু করেন নিজের দাদার কিড দিয়ে। আর তাঁর দাদা ছিল বাঁ হাতি। 

7/10

Sourav_7

স্মৃতি আর সৌরভের মতো বিগ ব্রাদার ফ্যাক্টর আছে সচিনের জীবনেও। 

8/10

Sourav_8

বাঁ হাত দিয়ে লেখা, খাওয়া সব করলেও দাদা অজিতের কারণেই ডান হাতি হন সচিন। 

9/10

Sourav_9

স্মৃতি আর সৌরভের আরও একটা মিলও আছে। তাঁরা দুজনেই ‘জুলাই বর্ন বেবি’।

10/10

Sourav_10

সৌরভ গাঙ্গুলি ৮ জুলাই, ১৯৭২। স্মৃতি মন্দনা ১৮ জুলাই, ১৯৯৬।