Sourav Ganguly: 'রোহিত-বিরাটের স্ত্রীদের...'! সৌরভের কথায় হাজার ভোল্ট, ভারতীয় ক্রিকেটকে ভাববেই...

Sourav Ganguly had a special advice to Rahul Dravid: সৌরভের একটাই বার্তা রাহুল দ্রাবিড়কে। আর তাতেই হবে কামাল

Jun 01, 2024, 20:57 PM IST
1/5

অধিনায়ক হিসাবে সৌরভ গঙ্গোপাধ্য়ায়

 Sourav Ganguly As Captain

সৌরভ গঙ্গোপাধ্যায়, নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটেক সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক। এমএস ধোনি হয়তো ট্রফির বিচারে শ্রেষ্ঠ। তবে একটা অস্থির সময়ে দাঁড়িয়ে ভারতীয় দলকে টিম ইন্ডিয়া বানানো বা বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে, ইটের জবাব পাটকেলে দেওয়ার শিক্ষাটা তিনিই দিয়েছেন। সৌরভ মানেই 'দাদাগিরি'! লর্ডসের ব্য়ালকনিতে জার্সি ঘুরিয়ে, ইংরেজদের মাটি ধরানো 'প্রিন্স অফ ক্য়ালকাটা' খুব ভালো জানেন ভারতীয় ক্রিকেটের এ,বি,সি,ডি। 

2/5

ভারতীয় ক্রিকেটের চাপ কী জিনিস, তা সৌরভের চেয়ে ভালো কে জানেন

Sourav Ganguly Knows Pressure

অনৈতিক ভাবে দল থেকে বাদ পড়া থেকে গুরু গ্রেগের পিঠে ছুরি মারা! এসব সামলেই কামব্য়াকের ইতিহাস লিখেছেন সৌরভ। ভুললে চলবে না, এই মানুষটাই ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। জিতিয়েছেন ন্য়াটওয়েস্ট ট্রফি। ভারত ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। এগারো বছর হয়ে গেল। টি-২০ বিশ্বকাপের আগে সৌরভ কথা বললেন সেই চর্চিত চাপ নিয়েই।   

3/5

ফের একটা বিশ্বকাপ ভারতের

India T20 World Cup

আগামী ৫ জুন আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কে ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। তবে রোহিতরা কাপযুদ্ধের কার্যত বোধনে নেমেছেন। ফের মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। জুনের পয়লায়, রোহিত অ্যান্ড কোং ওয়ার্ম-আপ ম্য়াচ খেলছেন নাজমুল হোসেইন শান্তর বাংলাদেশের বিরুদ্ধে। এই কথা প্রায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে যে, ভারত বড় ম্য়াচের চাপ নিতে পারছে না। ধোনির পর না বিরাট, না রোহিত, কেউ ফিনিশিং লাইন টপকাতে পারেননি। চাপ কাটালেই কাটবে ভারতের ট্রফির খরা। সৌরভ বলে দিলেন যে, বিশ্বকাপের মতো ইভেন্টে ঠিক কী করতে হবে।

4/5

সৌরভ চাপের প্রসঙ্গে টেনে এনেছেন রোহিত-বিরাটের স্ত্রীদের

Sourav Ganguly On Rohit, Virat's wives

সৌরভ এক স্পোর্টস ওয়েবসাইটে বলেছেন, 'আমি যদি রাহুল দ্রাবিড়কে কিছু বলি, তাহলে সে কোনও ভুল করবে না। রাহুল চ্যাম্পিয়ন ক্রিকেটার। তেমনই ক্রিকেটীয় মস্তিষ্ক ওর। একটু রিল্য়াক্স করতে হবে। আমি যখন স্ট্য়ান্ডে রোহিত বা বিরাটের স্ত্রীদের দেখি, তখন বুঝতে পারি যে, ওঁরাও খেলার জন্য় ঠিক কী চাপের মধ্য়ে থাকেন।'  

5/5

সৌরভ টেনে এনেছেন ২০০৩ বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ

 Sourav Ganguly On 2003 Final Example

সৌরভ বলছেন, 'আমরা ভারতে চাপ নিয়েই অনেক ভুল করে ফেলি। ২০০৩ বিশ্বকাপের ফাইনালে আমাদের রিল্য়াক্স হয়ে খেলার দরকার ছিল। একেবারে স্বাধীন ক্রিকেট খেলতে হত বড় ম্য়াচগুলিতে।' সৌরভ সাফ বুঝিয়ে দিলেন, একেবারে ফুরফুরে মেজাজেই খেলতে হবে। চাপের কোনও জায়গাই নেই।