শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে মৃত্যু ৫ ভারতীয়র, হামলার পেছনে এনটিজে!

Apr 22, 2019, 07:25 AM IST
1/7

s 7

s 7

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ ভারতীয়র। নিহত ৩ জনের নাম এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। এরা হলেন লক্ষ্মী, নারায়ণ চন্দ্রশেখর ও রমেশ। জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

2/7

s 6

s 6

কলম্বোয় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কলম্বোর ন্যাশনাল হাসপাতাল ৫ ভারতীয়র মৃত্যুর খবর জানিয়েছে।

3/7

S 5

S 5

উল্লেখ্য, রবিবার সকালে কলম্বো ও তার পার্শ্ববর্তি এলাকায় ধারাবাহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ২০৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই সংখ্যা আরও বাড়তে পারে। আহত ৪৫০ এর কাছাকাছি।

4/7

S 4

S 4

বর্তমানে আমিরশাহির নাগরিক পি এস রাজিয়া নামে এক মহিলাও ওই বিস্ফোরণে মারা গিয়েছেন। তাঁর জন্ম কেরলের কাসরগড়ে।

5/7

S 3

S 3

রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ বিস্ফোরণ হয় কলম্বোয় সেন্ট অ্যান্টনি গির্জায়। এরপর বিস্ফোরণ হয় কলম্বোর বাইরে নেগোম্বোর সেন্ট সেবাস্টিয়ান গির্জা ও বাট্টিকালোয়ার জিওন গির্জায়।

6/7

S 2

S 2

বিস্ফোরণে কেঁপে ওঠে সাংরি লা, সিনামোন গ্র্যান্ড ও মাউন্ট লাভিনিয়া হোটেলে। দুপুরে বিস্ফোরণ ঘটে দহিওয়ালা জু-র কাছে একটি গেস্ট হাউসে। এদিন উত্তর কলম্বোর ওরুগোডাওয়াট্টায় একটি বাড়িতে পুলিস তল্লাশি করতে গেল এক আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী জঙ্গি।

7/7

s 1

s 1

এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার না করলেও গোয়েন্দাদের সন্দেহ এনটিজে বা ন্যাশনাল ত্বহিদ জামাতের দিকে। NTJ জড়িত নয় বলে দাবি করেছেন, শ্রীলঙ্কার ইস্টার্ন প্রভিন্সের গভর্নর মেহমুদ লেব্বে আলিম। তবে দিন দশেক আগেই শ্রীলঙ্কার পুলিস প্রধান সম্ভাব্য জঙ্গি হানার সতর্কতা দিয়েছিলেন। নাম নিয়েছিলেন এনটিজে-র। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।