Mumbai-এ Himesh Reshammiya-র বিলাসবহুল অ্যাপার্টমেন্টের অন্দরমহল ঘুরে দেখেছেন?

Jun 09, 2021, 21:27 PM IST
1/8

খ্যাতনামা গায়ক, সুরকার হিমেশ রেশমিয়া থাকেন মুম্বইয়ের লোখন্ডওয়ালা অঞ্চলে। সেখানে প্লুশ ওবেরয় স্কাই হাইট অ্যাপার্টমেন্টে থাকেন হিমেশ। মাঝে মধ্যেই হিমেশ রেশমিয়া ও সোনিয়া কাপুরের ইনস্টাগ্রামে উঠে এসেছে এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের অন্দরমহল। যা দেখলে মুগ্ধ হবেন আপনিও।   

2/8

এই অ্যাপার্টমেন্টে রান্নাঘরটি যে কোনও কারোর নজর কাড়বে। রান্নাঘরে রয়েছে হলুদ এবং সাদা ক্যাবিনেট।  একপাশে রয়েছে ফ্রেঞ্চ উইন্ডো, যেখান থেকে প্রাকৃতির আলো সহজেই ভিতরে ঢুকতে পারে। 

3/8

হিমেশের অ্যাপার্টমেন্টে রয়েছে হোম থিয়েটার। যেখানে বসে দিব্যি অনেকজন মিলে সিনেমা দেখতে পারবেন। 

4/8

এই ছবিটি তোলা হিমেশ রেশমিয়ার ঘর থেকে। যেখান থেকে এভাবেই দেখা যায় আরব সাগর সংলগ্ন মুম্বই শহরকে। 

5/8

রাতে হিমেশের অ্যাপার্টমেন্টের ব্যালকনি এসে দাঁড়ালে সেখান থেকে দেখা যায় আলোয় উজ্জ্বল মুম্বই শহর।

6/8

হিমেশ রেশমিয়ার অ্যাপার্টমেন্টে ঢোকার মুখে এবং বারান্দায় দুই জায়গাতেই গাছ দিয়ে সাজানো। গোটা অ্যাপার্টমেন্টে রয়েছে আধুনিকতার ছোঁয়া, পাশাপাশি রয়েছে কাঠের কিছু সুন্দর স্থাপত্য।

7/8

হিমেশ রেশমিয়া ও সোনিয়া কাপুরের এই অ্যাপার্টমেন্টের বসবার ঘরটি দুটি পার্টে ভাগ করা। এখান থেকে সমুদ্র দেখা যায়। 

8/8

মিড ডে-তে প্রকাশিত প্রতিবেদন অনুসারে হিমেশ রেশমিয়ার এই ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টের প্রতিবেশীরা হলেন খ্যাতনামা ব্যক্তিত্বরা। যে তালিকায় রয়েছেন ফারাহ খান, মনোজ বাজপেয়ী, শ্রিয়া সরন, গণেশ হেগড়ে, আদনান সামি, অ্যালান আমিন, ভূষণ কুমার এবং আদনান সামি এবং আলকা ইয়্যাগনিক-রা