Srijan Bhattacharya | Jadavpur: হাতখরচা বাঁচিয়ে শ্রমজীবী ক্যান্টিনের পরে এবার যাদবপুরে সৃজনের প্রচারে পড়ুয়ারা
তরুণ প্রজন্মই সমাজের ভবিষ্যৎ। বাস্তবে ঘটলও তাই। করোনার সময় পথচলা শুরু করেছিল যাদবপুরের এই শ্রমজীবী ক্যান্টিন। নির্বাচনী প্রচারও তারা জোরকদমেই চালাচ্ছেন।
1/5
ভোট প্রচারে ছাত্ররা
2/5
যাদবপুরে ছাত্রছাত্রীদের উদ্যোগে অভিনব কর্মসূচি
photos
TRENDING NOW
3/5
করোনায় পথচলা শুরু শ্রমজীবী ক্যান্টিনের
করোনার সময় পথচলা শুরু করেছিল যাদবপুরের এই শ্রমজীবী ক্যান্টিন। দেখতে দেখতে দুই বছর পূর্ণ করে ফেলেছে যাদবপুরের রান্নাঘর। বামেদের এই উদ্যোগের পাশে বিভিন্ন সময় পাশে থেকেছেন বহু মানুষ। আর এবার পাশে এসে দাঁড়ালেন ছাত্রছাত্রীরা। মূলত ৯৬ নম্বর ওয়ার্ড অঞ্চলের ছাত্রছাত্রী এবং এসএফআই কর্মীরা তাদের হাত খরচার টাকা জমিয়ে, সেই অর্থসাহায্য তুলে দিলেন যাদবপুর শ্রমজীবী ক্যান্টিন কর্তৃপক্ষের হাতে।
4/5
প্রার্থীর প্রচারে এসএফআই
5/5
৯৬ নম্বর ওয়ার্ডে প্রচার
photos