সুশান্তের মৃত্যুর তদন্তভার দেওয়া হোক সিবিআইকে, প্রধানমন্ত্রী মোদীকে আর্জি ভক্তদের

Jul 06, 2020, 13:46 PM IST
1/7

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার তুলে দেওয়া হোক সিবিআইয়ের হাতে, প্রধানমন্ত্রী মোদীর কাছে এবার আর্জি জানাতে শুরু করেছেন ভক্তরা 

2/7

সুশান্তের তথাকথিত কোনও সেলিব্রিটি তকমা ছিল না, তিনি আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ছিলেন। সেই কারণে বলিউড সেলেবরা তাঁকে একঘরে করে দিয়েছিলেন বলেও অভিযোগ ভক্তদের 

3/7

সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক বলে পায়েল রোহতগি, রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমনরা যে দাবি জানিয়েছেন, তার জন্য তাঁদের ধন্যবাদও জানান অনুগামীরা 

4/7

সুশান্তের মৃত্যুর তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাত তুলে দিলে তবেই রহস্যের পর্দা ফাঁস করা যাবে বলেও অনেকে দাবি জানাতে শুরু করেন প্রধানমন্ত্রীর কাছে 

5/7

মনমীত গ্রেওয়াল থেকে প্রেক্ষা মেহতা কিংবা দিশ সালিয়ান, প্রত্যেকে সুশান্তের কাছে লোক ছিলেন বলে নেটিজেনদের একাংশ দাবি জানাতে শুরু করেন। কয়েক দিনের ব্যবধানে পরপর ৪ জন কীভাবে আত্মহত্যা করলেন, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন নেট জনতার একাংশ। সেই কারণেই এসেসআর-এর মৃত্যুর তদন্তভার এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিতে হবে বলে প্রধানমন্ত্রীকে আর্জি জানাতে শুরু করেন ভক্তরা 

6/7

সুশান্তের মতো স্বপ্নে বিভোর একজন মেধাবী অভিনেতা কীভাবে নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নেট জনতার একাংশ

7/7

প্রসঙ্গত, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি করেন অভিনেতার অনুগামীরা