Sushmita Sen: ২৯ বছর আগের সেই রাত! চোখে জল সুস্মিতার...

Sushmita Sen: ভারতের হয়ে প্রথমবার মিস ইউনিভার্সের ক্রাউন জিতে নিয়েছিলেন সুস্মিতা সেন। মাত্র ১৮ বছর বয়সে এই তাজের অধিকারিনী হন তিনি। দেখতে দেখতে কেটে গেল ২৯ বছর। ফিলিপিন্সে আজকের দিনেই ইতিহাস গড়েছিলেন বাঙালি কন্যে।

May 21, 2023, 20:49 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২১ মে, ১৯৯৪। ফিলিপিন্সের ম্যানিলায় বসেছিল বিশ্বসুন্দরীর আসর। ভারতের হয়ে সেই আসরে যোগদান করেছিলেন সেই বছরের মিস ইন্ডিয়া সুস্মিতা সেন।  

2/6

প্রথমবার ভারত পেল মিস ইউনিভার্স। আজকের দিনটা দুই মেয়ের সঙ্গে সেলিব্রেট করলেন সুস্মিতা সেন।  

3/6

সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় লেখেন যে বিশ্বের দরবারে দেশের প্রতিনিধিত্ব করা ও জেতা, সত্যিই গর্বের। ২৯ বছর পরও এটা ভেবে চোখে জল চলে আসে।  

4/6

সুস্মিতা লেখেন এই দিনটা গর্বের সঙ্গে সেলিব্রেট করেন তিনি।  

5/6

এদিন সুস্মিতার জন্য কেকের আয়োজন করেন তাঁর দুই কন্যা আলিশা ও রেনে।  

6/6

সুস্মিতা সেই ছবি পোস্ট করে লেখেন, ‘তোমাদের সঙ্গে নিয়ে আমার এই জীবনই আসলে আমার সবচেয়ে বড় উদযাপন’।