'ভারত মাতার জয় বলে না', মোদী বলার পরই শুভেন্দুর মুখে দেশমাতৃকা!

Nov 10, 2020, 15:16 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: 'ভারত মাতা কি জয়'- দেশমাতৃকার নামে জয়ধ্বনি শুনলেই এখন একটাই রাজনৈতিক দলের কথা মনে আসে। ঠিক ধরেছেন, ভারতীয় জনতা পার্টি। সেই 'ভারত মাতা'ই শোনা গেল তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর মুখে। যা নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।  

2/5

ভারত মাতা কি জয় বা জয় শ্রী রাম- কালেভদ্রে তা হয়ে উঠেছে বিজেপির স্লোগান। দায় বিরোধীদেরও। তারাই হয়তো, এমন নিরপেক্ষ জয়ধ্বনিকে রাজনৈতিক রং লাগিয়ে দিয়েছে। অতিসম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই তো বিহারে ভোটপ্রচারে বলেছিলেন, ''জঙ্গলরাজের শরিকরা ভারত মাতা কি জয় বা জয় শ্রী রাম বলতে চায় না। ওদের সমস্যা রয়েছে। ওরা চায় না, আপনারা জয় শ্রী রাম বলুন।''   

3/5

গত কয়েক দিন ধরে শুভেন্দু অধিকারীর অভিসন্ধি নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনও শোনা যাচ্ছে, শুভেন্দুর মতিগতি এখন বিজেপির দিকে। নন্দীগ্রামে অরাজনৈতিক সভা থেকে সেই আভাস আরও খানিকটা দিলেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের। এ দিন শুভেন্দু বলেন,''জয় জয় নন্দীগ্রাম। জয় বাংলা। ভারত মাতা জিন্দাবাদ।''   

4/5

আগামীর পদক্ষেপ নিয়েও এ দিন ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু। বলেন,''আমি জানি সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করে আছেন। তারা আমার মুখ থেকে কিছু শুনতে চান। আমি বলব। সব বলব। রাজনীতিতে সেই পথেই এবার হাঁটব যেখান দিয়ে গেলে আমাকে আর হোঁচট খেতে হবে না।'' 

5/5

শুভেন্দু ঠিক কোন পথে হাঁটবেন, তার উত্তর দেবে ভবিষ্যৎ। তবে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, দলনেত্রীর নাম নিচ্ছেন না, তাতে একটা বিষয় অন্তত স্পষ্ট, ভোটের আগে শুভেন্দুর অবস্থান বদল প্রায় নিশ্চিত।