'শ্রীমতী'-র সেটে হাজির অন্বেষা, মেয়েকে দেখে উচ্ছ্বল স্বস্তিকা

Nov 23, 2020, 12:50 PM IST
1/5

শ্রীমতী-র শ্যুটিং শুরু করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শ্যুটিংয়ের মাঝে হঠাৎ করে ফ্লোরে হাজির হন স্বস্তিকা-কন্যা অন্বেষা। শ্যুটিংয়ের মাঝে মেয়ের হাজিরায় খুশিতে উচ্ছ্বল হয়ে ওঠেন অভিনেত্রী। ফ্লোরের মাঝেই মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেন স্বস্তিকা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অভিনেত্রী সেই ছবি শেয়ারও করেন। 

2/5

মেয়ের সঙ্গে স্বস্তিকার ছবি দেখে তাঁর ভক্তরা যেমন খুশি হয়ে যান, তেমনি কমেন্ট করতে শুরু করেন অভিনেত্রীর সহকর্মীরাও। যার মধ্যে অন্যতম 'লক্ষ্মী'-তে অক্ষয় কুমারের সহ-অভিনেতা শরদ কেলকর  

3/5

এদিকে পরিচালক অর্জুন দত্তর সিনেমা শ্রীমতীর শ্যুটিং করতেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করছেন সোহম।

4/5

স্বস্তিকা এবং সোহমের পাশাপাশি শ্রীমতী-তে দেখা যাবে অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়কেও। এই সিনেমায় অতিথি শিল্পী হিসেবে দেখা মিলবে বরখা বিস্ত সেনগুপ্তার

5/5

স্বস্তিকার সঙ্গে শ্যুটিং সেটে হাজির অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্তা