Durga Puja Special: আজও ছাব্বিশ বেয়ারার কাঁধে চড়েই ইছামতীতে বিসর্জিতা হন টাকির পুববাড়ির প্রতিমা...

Durga Puja Special | Taki Durga Bisarjan: শারোদৎসব শুরু হয়ে শেষও হয়ে গেল। মনে বাঙালি আজ নবমী মানলেও, তিথিতে আজ দশমী।

| Oct 12, 2024, 13:29 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শারোদৎসব শুরু হয়ে শেষও হয়ে গেল। মনে বাঙালি আজ নবমী মানলেও, তিথিতে আজ দশমী। পশ্চিমবঙ্গের বহু দুর্গোৎসবেই আজ তাই করুণ সুর বেজেছে। আজ মায়ের বিসর্জন। মাকে বিদায় দিতে হবে বলে অনেকেরই মন খারাপ।

1/6

সকালেই দশমী

পঞ্জিকামতে, আজ, শনিবার সকালেই হয়ে গিয়েছে দশমীপূজা।  (ছবি ও তথ্য: বিমল বসু)

2/6

নবমীশেষে সিঁদুরখেলা

তার মানে, নবমী শেষ হয়ে আজ সকাল থেকেই দশমী। চলছে বনেদি বাড়িগুলিতে সিঁদুরখেলাও। (ছবি ও তথ্য: বিমল বসু)

3/6

বিসর্জনের আয়োজন

আর আজ সকালে দশমীপূজা শেষ হতেই শুরু টাকির বনেদিবাড়ির প্রতিমা বিসর্জনের আয়োজনও। (ছবি ও তথ্য: বিমল বসু)

4/6

২৬ বেয়ারার কাঁধে

সে এক গ্র্যান্ড আয়োজন। ঐতিহ্যের উদযাপন। ২৬ বেয়ারার  কাঁধে চড়ে টাকির বনেদি বাড়ির প্রতিমা বিসর্জন হয়। সেটাই হল। এভাবেই টাকির ইছামতী নদীতে বিসর্জিতা হলেন মা। (ছবি ও তথ্য: বিমল বসু) 

5/6

প্রথমে পুবের বাড়ি

প্রথমে টাকির পুবের বাড়ির ঠাকুর বিসর্জন হয়। তার পরে অন্য বাড়ির প্রতিমা পর পর বিসর্জন হয়। (ছবি ও তথ্য: বিমল বসু)

6/6

ইছামতীতে

আজও সেই রীতিনীতি মনে টাকির বনেদি বাড়ির ভাসান হচ্ছে টাকির ইছামতী নদীতে। (ছবি ও তথ্য: বিমল বসু)