1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
সিবিআই অভিযোগ করে, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সঙ্গে তাপস পালের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি ওই সংস্থার কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা টাকা নিয়েছেন তিনি। রোজভ্যালির যে ফিল্ম ডিভিশন রয়েছে, তাপস পাল মাস ছয়েক তার অন্যতম ডিরেক্টর ছিলেন। অভিযোগ ছিল, সেই পদমর্যাদাকে কাজে লাগিয়েই, নানা সময় ওই সংস্থা থেকে টাকা তুলেছেন তিনি
5/7
তাপসের এই দীর্ঘ দিন জামিন না পাওয়ার বিষয়ে একাধিক প্রশ্ন ওঠে। আইন মহলের একাংশ মনে করতে থাকে, অভিযুক্তের বাইরে থাকাটা যদি অন্য কারও পক্ষে বিপজ্জনক না হয়, তা হলে যে কোনও মামলাতেই জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর জামিন দেওয়াটা অনেক বেশি যুক্তিযুক্ত। একজন অসুস্থ মানুষকে এত দিন আটকে রেখে তদন্তে কী বিশেষ কোনও অগ্রগতি হয়েছে? উঠেছে সে প্রশ্নও।
7/7
photos