1/7
মেধাবী
2/7
পথনির্দেশ
আজ, ৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। ১৮৮৮ সালের এই দিনে তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। তার পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় তাঁকে অন্যের কাছ থেকে বই ধার করে পড়তে হত। তেমনই একবার দূর সম্পর্কের এক দাদার কাছ থেকে দর্শনের বই পান তিনি। আর সেই বই পড়ে তখনই ঠিক করেন পরবর্তী কালে তিনি দর্শন নিয়েই পড়বেন।
photos
TRENDING NOW
3/7
দার্শনিক-লেখক
4/7
আদর্শ শিক্ষক
তাঁর জন্মদিনটিকেই পরবর্তীকালে 'শিক্ষক দিবস' হিসেবে পালন করা শুরু হয়। কেন তাঁর জন্মদিনটিই 'শিক্ষক দিবস', তাঁর কারণ আছে। সারাজীবন নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করলেও সর্বপল্লী আদতে একজন শিক্ষকই। তিনি নিজেও তাই মনে করতেন। সমকাল তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেব মেনে নিয়েছিল। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি (১৯৬২-৬৭) হয়েছিলেন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই মানুষটি
5/7
ভারতরত্ন
6/7
শিক্ষক দিবস
7/7
বিনীত
কিন্তু কেন আজই শিক্ষকদিবস পালিত হয় তার কাহিনি আছে। রাধাকৃষ্ণণ তখন ভারতের রাষ্ট্রপতি। সময়টা ১৯৬২ সাল। তাঁর ছাত্ররা তাঁর জন্মদিন পালনের অনুমতি নিতে গেলেন তাঁর কাছে। কিন্তু তিনি তাঁদের বললেন, তাঁর জন্মদিন পালনের বদলে ৫ সেপ্টেম্বর দিনটি যদি সমাজের প্রতি শিক্ষকদের অবদানের মূল্যায়নের ও শ্রদ্ধাজ্ঞাপনের দিন হয় তবে তিনি বেশি আনন্দ পান। অবশেষে সেটাই হয়।
photos