Bengal Weather Updates: তাপমাত্রা একলাফে ৪ ডিগ্রি কমবে! আর মাত্র একদিন পরেই হাড়-কাঁপানো ঠান্ডা বাংলা জুড়ে?

Bengal Weather Updates: পশ্চিমি ঝঞ্ঝা বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে যাচ্ছে। এর প্রভাবে আকাশ মেঘলা হবে, হালকা বৃষ্টি হবে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

| Dec 09, 2024, 19:32 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন সোমবারের বিকেলের আবহাওয়া। কী বললেন তিনি? জানালেন, পশ্চিমি ঝঞ্ঝা বাংলা ও সিকিমের উপরিভাগ দিয়ে যাচ্ছে। এর প্রভাবে আকাশ মেঘলা হবে, হালকা বৃষ্টি হবে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।

1/6

তুষারপাত

দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সোমবার ও আগামীকাল মঙ্গলবার। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

সান্দাকফু, ঘুম

শুধু দার্জিলিং নয়, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। তুষারপাতের সম্ভাবনা বেশি সান্দাকফু, ঘুম-সহ সিকিম-সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায়। (তথ্য: অয়ন ঘোষাল)

3/6

ঘন কুয়াশার সতর্কতা

আগামীকাল উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা কমবে। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

দৃশ্যমানতা ২০০-র নীচে

দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশা। কুয়াশা বেশি থাকতে পারে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে। দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটারেরও নীচে নামার সম্ভাবনা। । (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

ক্রমশ নামবে পারা

বুধবার থেকেই রোদ-ঝলমলে পরিষ্কার আকাশ। নামবে পারদ। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে লাগাতার পাঁচ-সাত দিন ধরে তাপমাত্রা কমতে পারে। (তথ্য: অয়ন ঘোষাল) 

6/6

শনি-রবিবারে

দক্ষিণবঙ্গে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শনি-রবিবারে কলকাতায় ১৫ ডিগ্রির নীচে এবং পশ্চিমের জেলায় ১০ ডিগ্রির নীচে নামতে পারে পারদ। (তথ্য: অয়ন ঘোষাল)