নিশ্চিদ্র পরিকল্পনা! পেশাদার খুনি নিয়ে এসেই খুন বিজেপি নেতাকে

সিসিটিভি ফুটেজে স্পষ্ট গুলি মারার প্যাটার্ন সবটাই মাথা থেকে বুক।

Oct 05, 2020, 10:58 AM IST

সিসিটিভি ফুটেজে স্পষ্ট গুলি মারার প্যাটার্ন সবটাই মাথা থেকে বুক।

1/5

নিজস্ব প্রতিবেদন : হাতে এসেছে সিসিটিভি ফুটেজ, বাইকে করে আসে চার আততায়ী। 

2/5

এলোপাথাড়ি গুলি ছোড়ে তারা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট গুলি মারার প্যাটার্ন সবটাই মাথা থেকে বুক। অর্থাৎ শরীরের গুরুত্বপূর্ণ অংশকেই লক্ষ্য করে গুলি চালানো হয়। 

3/5

ঠিক যেমনটা পেশাদার খুনিরা করে থাকেন, বলে জানাচ্ছে পুলিসের প্রাথমিক তদন্ত। 

4/5

এই খুনের পিছনে রয়েছে তৃণমূলের হাত। টিটাগড়ে বিজেপি নেতা মণীশ শুক্লার খুনের ঘটনায় ক্ষোভে ফুটছে বিজেপি। দলের একাধিক নেতা একের পর এক টুইটে করে নিশানা করেছেন রাজ্য সরকারকে।

5/5

রবিবার টিটাগড়ে থানায় সামনেই গুলিতে খুন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ট নেতা মণীশ শুক্লা। সন্ধেয় মণীশ যখন পার্টি অফিসে আসছিলেন সেসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী।