Machu Picchu: অবশেষে খুলে দেওয়া হল মাচুপিচু! এতদিন কেন বন্ধ ছিল জানেন?
Machu Picchu Reopens: মাচুপিচু নির্মিত হয়েছিল ১৫ শতকে। ইনকা সাম্রাজ্যের কোনো সম্রাটের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। স্প্যানিশ শাসনকালে এটি পরিত্যক্ত ছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাচুপিচু খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। লাতিন আমেরিকার অন্যতম পর্যটনকেন্দ্র এই মাচুপিচু পর্যটকদের জন্য খুলে দেওয়া হল অনেকদিন পরে। পেরুতে বিক্ষোভের জেরে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রাখার পরে গতকাল বুধবার মাচুপিচু খুলে দেওয়া হল। গত বছরের ডিসেম্বর মাসে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অপসারণ ও তাঁকে কারাদণ্ড দেওয়ার পরে পেরুতে বিক্ষোভ শুরু হয়। এর জেরে আন্দিজ শহরে পর্যটকেরা আটকে পড়েন। এই ঘটনার পরে পেরুর সরকার অনির্দিষ্টকালের জন্য মাচুপিচু বন্ধ করে দেয়।
1/6
এখনও বিক্ষোভের মেঘ
2/6
মাচুপিচু স্বাভাবিক
photos
TRENDING NOW
3/6
খুশিতে আর্জেন্টিনা
4/6
পর্যটকেরা খুশি
5/6
নির্মিত হয়েছিল ১৫ শতকে
6/6
১৯১১ সালে আবিষ্কার
photos