1/7
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
পৌরাণিক কাহিনি অনুযায়ী, রাবণ ও কুম্ভকর্ণ তপস্যায় ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন। রাবণ কাঙ্ক্ষিত বর পেয়েছিলেন। কুম্ভকর্ণের যখন ব্রহ্মার কাছে বর চাওয়ার পালা আসে, ইন্দ্রের অনুরোধে দেবী সরস্বতী তখন তাঁর জিহ্বা আড়ষ্ট করে দেন। তাই কুম্ভকর্ণ নাকি 'ইন্দ্রাসন' চাইতে গিয়ে 'নিদ্রাসন' চেয়ে বসেছিলে! তাঁর ইচ্ছে পূরণ করেছিলেন ব্রহ্মা। ফলে বছরের ছ'মাসই ঘুমিয়ে থাকতেন রামায়ণের কুম্ভকর্ণ।
5/7
6/7
7/7
photos