দক্ষিণবঙ্গে চড়ছে তাপমাত্রা, চলবে মাথা খারাপ করা গরম, ফের কবে বৃষ্টি? কী শোনাল আবহাওয়া দফতর

Jul 27, 2020, 11:46 AM IST
1/4

ফাইল চিত্র

আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে থাকবে চড়া রোদ।

2/4

ফাইল চিত্র

আবহাওয়াবিদরা জানাচ্ছেন,  বঙ্গোপসাগরের ওপরে যদি কোন নিম্নচাপের ঘূর্ণাবর্তের আবির্ভাব হয় তবেই মৌসুমী অক্ষরেখা নামতে পারে নিচে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। তাতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃ্ষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

3/4

ফাইল চিত্র

আগামী তিনদিন তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছেই থাকবে যেটা যেটা শ্রাবণ মাসের বর্ষার সময় স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি।

4/4

ফাইল চিত্র

তবে এখন উত্তরবঙ্গে ভরা বর্ষা। শ্রাবণেও চাতকের দশা দক্ষিণবঙ্গে।