FIFA World Cup 2022: আগুয়েরোর সঙ্গে ছিল অ্যাফেয়ার, এখন ফরাসি তারকার স্ত্রী, নকশা কাটা শরীরে করেছেন মাত
|
Dec 02, 2022, 21:15 PM IST
1/6
জো ক্রিস্টোফোলি
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কাতার বিশ্বকাপে শুধু ফুটবলাররাই খবরে আসছেন না, রীতিমতো চর্চায় তাঁদের স্ত্রীরাও। এই তালিকায় রয়েছেন জো ক্রিস্টোফোলিও। যিনি ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্ডেজের স্ত্রী। জো খবরে এসেছেন তাঁর ট্যাটুর জন্য। সারা শরীরে জো-র নকশা কাটা। যা দেখে মোহিত হয়েছেন ফ্যানরা।
2/6
জো ক্রিস্টোফোলি
থিও হার্নান্ডেজের স্ত্রী ক্রিস্টোফোলি একজন ইনস্টাগ্রাম মডেল ও ব্লগার। তিনি পরিচিত ট্যাটু মডেল নামে।
3/6
জো ক্রিস্টোফোলি
২৬ বছরের জো-র একসময়ে অ্যাফেয়ার ছিল আর্জেন্টাইন তারকা সের্জিও আগুয়েরোর সঙ্গে। তখন ছিলেন শিরোনামে। ২০১৮ সালে আগুয়েরো-জো'কে দেখা যেত একসঙ্গে।
4/6
জো ক্রিস্টোফোলি
জো সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। ১.১ মিলিয়ন মানুষ তাঁকে ফলো করেন। তাঁর প্রতিটি ছবিই ভক্তদের খুব পছন্দের।
5/6
জো ক্রিস্টোফোলি
কাতার বিশ্বকাপে সবার আগে শেষ ষোলোয় গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। জো-কে সেই বছর ফ্রান্সের প্রতি ম্যাচে স্টে়ডিয়ামে পাওয়া গিয়েছিল।
6/6
জো ক্রিস্টোফোলি
ফ্রান্সকে এবার শেষ আটে যাওয়ার জন্য পোল্যান্ডকে হারাতে হবে। প্রি-কোয়ার্টারে মুখোমুখি এমবাপে-লেওয়ানডস্কিরা।