Municipal Election 2022: CPIM প্রার্থীর জন্যই ভোটের আগে জয় হাসিল! কৃতজ্ঞতা জানাতে 'পুরস্কৃত' করল তৃণমূল

Feb 15, 2022, 12:48 PM IST
1/6

CPIM প্রার্থীকে TMC-র পুরস্কার

CPIM Candidate Taki Municipality 1

নিজস্ব প্রতিবেদন: মনোনয়নপত্র তুলে নেওয়ায় 'পুরস্কৃত' টাকি পুরসভার সিপিআইএম প্রার্থী! 'পুরস্কৃত' করল তৃণমূল। পেলেন টাকি টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদ। 

2/6

প্রাক্তন পুরপ্রধান তৃণমূলের প্রার্থী

CPIM Candidate Taki Municipality 2

টাকি পুরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে প্রাক্তন পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্য়ায়কে প্রার্থী করেছিল তৃণমূল। তাঁর বিরুদ্ধে ৫ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন সুজয় ঘোষ। 

3/6

CPIM প্রার্থী সুজয় ঘোষ

CPIM Candidate Taki Municipality 3

কিন্তু ২ দিনের মধ্যেই সেই মনোনয়ন প্রত্যাহার করে নেন সুজয় ঘোষ। মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় ৫ নম্বর ওয়ার্ডে জয়ী হন প্রাক্তন পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়।   

4/6

মনোনয়ন প্রত্যাহার সুজয় ঘোষের

CPIM Candidate Taki Municipality 4

শুধু মনোনয়ন প্রত্যাহারই নয়, সিপিআইএম ছেড়ে তৃণমূলেও যোগ দেন সুজয় ঘোষ। আর এরপরই তাঁকে 'পুরস্কৃত' করল তৃণমূল! পুরস্কার স্বরূপ টাকি টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদ দেওয়া হল সুজয় ঘোষকে।

5/6

টাকি টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সুজয় ঘোষ

CPIM Candidate Taki Municipality 5

তবে শুধু প্রাক্তন পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়ই নন, বিরোধীরা বেশ কয়েকজন মনোনয়নপত্র তুলে নেওয়ায়, পুর নির্বাচনের আগেই বেশ কয়েকটি ওয়ার্ডে জয় হাসিল করে নিয়েছেন হয় তৃণমূল প্রার্থীরা।   

6/6

বিরোধীদের অভিযোগ

CPIM Candidate Taki Municipality 6

এই বিষয়ে বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে তাঁদের।