Marriage Tattwa: 'খেলা হবে' থেকে 'লক্ষ্মীর ভান্ডার', কী নেই! ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব তৃণমূলী মায়ের

Jan 31, 2022, 18:18 PM IST
1/10

বিয়েতে অভিনব তত্ত্ব

Mamata Govt Project Tattwa 10

নিজস্ব প্রতিবেদন : ছেলের বিয়েতে অভিনব তত্ত্ব সাজালেন মা। বিয়ের তত্ত্ব ডালা সেজে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের এক-একটি প্রকল্পের নামে।

2/10

সরকারি প্রকল্পের নামে তত্ত্ব

Mamata Govt Project Tattwa 9

কোনওটির নাম 'খেলা হবে' তো কোনওটির 'স্বাস্থ্যসাথী', 'সবুজসাথী', 'রূপশ্রী', 'কন্যাশ্রী', 'লক্ষ্মীর ভান্ডার', 'শিশুসাথী' সব প্রকল্পই স্থান পেয়েছে তত্ত্ব ডালায়।   

3/10

তত্ত্ব সাজালেন মা

Mamata Govt Project Tattwa 8

ছোট ছেলে প্রবীর চক্রবর্তীর বিয়েতে এমননই অভিনব তত্ত্ব সাজিয়েছেন নদিয়ার নবদ্বীপের তৃণমূল সমর্থক মণিকা চক্রবর্তী।

4/10

২ ফেব্রুয়ারি বিয়ে

Mamata Govt Project Tattwa 7

ছেলে প্রবীরও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। আগামী ২ ফেব্রুয়ারি চারহাত এক হবে প্রবীর ও কৃষ্ণনগরের ইশিতার।   

5/10

তত্ত্ব ডালায় শেষ মুহূর্তের রূপটান

Mamata Govt Project Tattwa 6

তার আগেই সেজে উঠেছে তত্ত্ব ডালা। শেষ মুহূর্তের রূপটানের কাজ চলছে জোরকদমে। ২ তারিখ হবু বৌমার বাড়ি পৌঁছে যাবে এই তত্ত্ব।  

6/10

দীর্ঘদিন ধরেই রাজনীতিতে মা

Mamata Govt Project Tattwa 5

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত মণিকা দেবী। ২৭ বছর ধরে ডানপন্থী রাজনীতি করছেন তিনি।

7/10

২৫টি প্রকল্পের নামে তত্ত্ব

Mamata Govt Project Tattwa 4

এবার ছেলের বিয়ের তত্ত্বেও লাগল রাজনীতির ছোঁয়া। সরকারি ২৫টি প্রকল্পের নামে তত্ত্ব ডালা সাজিয়েছেন মা মণিকা দেবী।  

8/10

কোন প্রকল্পের তত্ত্বে কী?

Mamata Govt Project Tattwa 3

'কন্যাশ্রী'তে যেমন রয়েছে কনের প্রসাধনী সামগ্রী। 'রূপশ্রী'তে নববধূর আলতা-সিঁদুর-টিপ।   

9/10

তত্ত্বে ৫০০ টাকার নোটও!

Mamata Govt Project Tattwa 2

কোভিড পরিস্থিতি মাথায় রেখে 'স্বাস্থ্যসাথী'তে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ। 'লক্ষ্মীর ভান্ডার'-এ যেমন রয়েছে ৫০০ টাকার নোটও! 

10/10

সুসজ্জিত তত্ত্ব ডালা

Mamata Govt Project Tattwa 1

এমনই অভিনব সুসজ্জিত তত্ত্ব ডালা ছেলের শ্বশুরবাড়িতে পাঠাতে উদ্যোগ নিয়েছেন নবদ্বীপ বড়ালঘাটের পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা মণিকা চক্রবর্তী।