Home Of Harmony: সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিতে শিকাগোয় প্রতিষ্ঠা হল 'হোম অফ হারমনি'
মানুষে-মানুষে বিভেদ ভুলিয়ে দেওয়া এক প্রচেষ্টা, এমন এক প্রচেষ্টা যেখানে মানুষের অন্তরাত্মাকে ডাক দেওয়ার প্রক্রিয়া কাজ করে। রামকৃষ্ণ মঠ ও মিশনের ঐতিহাসিক উদযাপনের একটা অচ্ছেদ্য অংশ হয়ে রইল এটা।
বর্তমান পৃথিবীর এই সাম্প্রদায়িক অশান্তির আবহে সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে এক নতুন পৃথিবী গড়ে তোলার ডাক দিল বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো। রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগোর অধ্যক্ষ স্বামী ঈশাত্মানন্দ মহারাজের পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমে শিকাগো শহরে উদ্বোধন হল 'হোম অফ হারমনি'র। উদ্বোধন করেন স্বামী সর্বদেবানন্দ মহারাজ।
1/6
বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো
বর্তমান পৃথিবীর এই সাম্প্রদায়িক অশান্তির পরিবেশে, সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে এক নতুন পৃথিবী গড়ে তোলার ডাক দিলেন বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো। রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগোর অধ্যক্ষ স্বামী ঈশাত্মানন্দ মহারাজের পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমে শিকাগো শহরে উদ্বোধন হয়ে গেল 'হোম অফ হারমনি'র। উদ্বোধন করেন স্বামী সর্বদেবানন্দ মহারাজ।
2/6
নবরূপে সজ্জিত গির্জা
পৃষ্ঠপোষকতা ও দেখভালের অভাবে নষ্ট হতে চলা এক গির্জাকে কিনে সেই গির্জাকেই নবরূপে সজ্জিত করে গড়ে তোলা হল এই 'হোম অফ হারমনি'। এই ভবনটিতেই প্রতিষ্ঠা করা হল এই মুহূর্তে শ্রীরামকৃষ্ণ পরমহংসের বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। যেটি উচ্চতায় ২২ ফুট। মূর্তিটি স্বামী ঈশাত্মানন্দ মহারাজের পরিকল্পনায় কলকাতা থেকে ওঁর শিষ্য অনুপ পান তৈরি করিয়ে জাহাজে করে শিকাগো পাঠান।
photos
TRENDING NOW
3/6
নানা ধর্মের প্রতিনিধি
4/6
ড্যানিয়েল হেন্ড্রিক
5/6
সাম্প্রদায়িক সম্প্রীতি
6/6
প্রাচ্য-পাশ্চাত্য
photos