World Oral Health Day 2023: সামান্য এই কটি কাজে বেঁচে যাবেন ওরাল ক্যানসারের কবল থেকে!
প্রতি বছর 20 শে মার্চ, 'আন্তর্জাতিক ওরাল হেলথ দিবস' পালিত হয় সাধারণ মানুষকে ওরাল হেলথের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। মুখে একটি ছোট ঘা ক্যানসারে পরিণত হতে পারে। এই রোগের লক্ষণগুলি বিশদে জানুন..
গার্গী রায়: আন্তর্জাতিক ওরাল হেলথ দিবস পালনের মূল উদ্দেশ্যই হল, সাধারণ মানুষকে ওরাল হেলথের ব্য়াপারে সচেতন করা। মুখগহ্বরের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, কারন মুখগহ্বরের মাধ্য়মে শরীরে সারাদিন নানা প্রকার খাবারের প্রবেশ ঘটে।
ভারতে মুখগহ্বরের সমস্যার অপর নাম ওরাল ক্যানসার। ওরাল ক্যানসার মুখের বিভিন্ন জায়গায় হতে পারে, যেমন ঠোঁট, মাড়ি এবং জিহ্বা। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ওরাল হেলথের ব্যাপারে সচেতন নয়, মুখের ভিতর হওয়া ছোট ঘা নিয়ে চিকিৎসকের কাছে সাধারণত যান না। মুখে একটি ছোট ঘা ক্যানসারে পরিণত হতে পারে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা গেলে প্রাণ বাঁচে। তাই মুখগহ্বরের ক্যানসার নিয়ে সচেতন হওয়া ছাড়া কোনও বিকল্প নেই। এক্ষেত্রে রোগের লক্ষণগুলি বিশদে জানা যাক...