নিজস্ব প্রতিবেদন : 'মনে হচ্ছে যেন ৫০০ পরমাণু বোমা ফেটেছে যেন!' সমুদ্রের নীচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে বিশাল সুনামি আছড়ে পড়েছে টোঙ্গাতে। প্রায় ৫০ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে।
2/5
'৫০ ফুট উঁচু ঢেউ'
সুনামির জেরে বিধ্বস্ত টোঙ্গা। লন্ডভন্ড দশা। চারদিকে ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। যেন কোনও রোলার কোস্টার সব পিষে দিয়ে চলে গিয়েছে! সবকিছু নুড়ি পাথরে পরিণত হয়েছে!
photos
TRENDING NOW
3/5
সুনামি বিধ্বস্ত টোঙ্গা
সুনামির জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অসংখ্য বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। নাসা জানিয়েছে, হিরোশিমাতে যে পরমাণু বোমা ফেটেছিল, তার ৫০০ গুণ বেশি শক্তিশালী এই অগ্ন্যুৎপাত।
4/5
১০০ বছরের ইতিহাসে প্রথম!
বিজ্ঞানীরা বলছেন, গত ১০০ বছরে আগ্নেয়গিরি থেকে লাভা উদ্গীরণের জেরে বিস্ফোরণের এত সজোরে আওয়াজ শোনা যায়নি। ১০০০ কিলোমিটার দূরে আলাস্কা থেকেও শোনা গিয়েছে এই আওয়াজ।
5/5
সমুদ্রগর্ভে লাভা উদগীরণ
শনিবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সমুদ্রগর্ভে নিমজ্জিত 'হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হাপাই' আগ্নেয়গিরি থেকে।