কাটল দুই মেট্রোর জমি জট, বিমানবন্দরের জমি কিনবে রাজ্য
Dec 23, 2018, 23:41 PM IST
1/5
সুতপা সেন: ইস্ট-ওয়েস্ট মেট্রো ও গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর জমি জট কাটল। দুই মেট্রোকে বিমান বন্দর পর্যন্ত নিয়ে যেতে এয়ারপোর্ট অথরিটির কাছ থেকে জমি কিনবে রাজ্য। রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে আরভিএনএল এবং এয়ারপোর্ট অথরিটির বৈঠকে হয়েছে এই সিদ্ধান্ত।
2/5
অপরিসর রাস্তায় দুই মেট্রো এবং বিরাটি থেকে আসা একটি উড়ালপুলকে ভিআইপি রোডে নামানো সম্ভব নয়। সে কারণে বারবার বৈঠকে বসেছে তিনপক্ষ।
photos
TRENDING NOW
3/5
ইস্ট-ওয়েস্ট মেট্রো স্ট্যান্ডার্ড গেজ এবং গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো ব্রড গেজ হওয়ায় হলদিরাম থেকে এক লাইন দিয়ে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয়। কৈখালির পর থেকে মাটির ওপর দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি এয়ারপোর্ট অথরিটি।
4/5
ইস্ট-ওয়েস্ট মেট্রো হাওড়া শিয়ালদহ দুটো স্টেশন ছুঁয়ে আসছে, সে জন্য নবান্ন চাইছে এই মেট্রো এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে যাক।
5/5
মুখ্যসচিব মলয় দে জানান, কৈখালির কাছে যেখানে এয়ারপোর্টের সীমানা পরিখা শুরু হচ্ছে, সেখানেই প্রয়োজনীয় জমি দেবে তারা।
এর ফলে দুই মেট্রোকেই বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হবে।