২০৩০ সাল থেকে এই দেশে বন্ধ হচ্ছে পেট্রোল-ডিজেল চালিত গাড়ির বিক্রি

Nov 15, 2020, 15:32 PM IST
1/5

আগামী সপ্তাহেই ঘোষণা। ২০৩০ সাল থেকে ব্রিটেন বন্ধ হয়ে যাচ্ছে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিক্রি। এমনটাই দাবি করছে ফাইনান্সিয়াল টাইমস।

2/5

২০৪০ সাল থেকে দেশে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ সরকার। গত ফেব্রুয়ারি মাসে তা কমিয়ে ২০৩৫ সাল করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এবার সেই সময়সীমা ফের কমাতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

3/5

ব্রিটিশ সরকারের লক্ষ্য হল দেশে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কম করা।

4/5

গত শনিবার পেট্রোল-ডিজেল চালিত গাড়ি ২০৩০ সাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে বলে দাবি করেছিব বিবিসি। কিন্তু কোনও সূত্র দিতে পারেনি। আগামী সপ্তাতেই দেশের পরিবেশ নীতি নিয়ে একটি বক্তব্য রাখবেন বরিস জনসন। সেখানেই তিনি ও ঘোষণা করতে পারেন বলে দাবি করছে ফাইনান্সিয়াল টাইমস।

5/5

ব্রিটেন এখন প্রতি বছর যে সংখ্যক গাড়ি বিক্রি হয় তার ৭৩.৬ শতাংশ পেট্রোল ও ডিজেল চালিত। মাত্রা ৫.৫ শতাংশ গাড়ি চলে বিদ্যুতে। তাও আবার তা পেট্রোল-ডিজেল চালিত গাড়ির থেকে অনেক বেশি খরচ সাপেক্ষ। গাড়ি বিক্রির বাকী অংশ জুড়ে রয়েছে হাইব্রিড গাড়ি। ফলে ২০৩০ সালের পর দেশের গাড়ি শিল্পে বিশাল বদল আসতে চলেছে বলে মনে করা হচ্ছে।