নিজস্ব প্রতিবেদন: আরসিবি-র বিরুদ্ধে কেকেআর এক নতুন ওপেনারকে খেলাল। শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধেছিলেন ভেঙ্কটেশ আয়ার। বছর ছাব্বিশের মধ্যপ্রদেশের ক্রিকেটারের ব্যাটিংয়ে মোহিত হয়েছেন আইপিএলের ফ্যানেরা। ৩৪ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভেঙ্কটেশ লাইমলাইটে। এই প্রতিবেদনে চিনে নিন নাইট ওপেনারকে।
2/6
ভেঙ্কটেশ আয়ার ঘরোয়া ক্রিকেট
মধ্যপ্রদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ভেঙ্কটেশের রয়েছে ১০ ম্য়াচে ৫৪৫ রান। লিস্ট-এ ক্রিকেটে ২৪ ম্যাচে ৮৪৯ রান করেছেন তিনি। টি-২০ ফর্ম্যাটে ৩৯ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৭৬৫ রান। এই সব ধরনের ক্রিকেট মিলিয়ে তিনি বল হাতে তুলে নিয়েছেন ৩৮ উইকেট।
photos
TRENDING NOW
3/6
ভেঙ্কটেশ আয়ার এমবিএ
ভেঙ্কটেশ কিন্তু শুধুই একজন ভাল ক্রিকেটারই নন, পড়াশোনাতেও তুখোড় তিনি। বিকম পাশ করার পর চার্টাড অ্যাকাউন্টেসি নিয়েই পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু সিএ ফাইনাল না দিয়ে ক্রিকেটই বেছে নিয়েছিলেন তিনি। যদিও পরে অর্থনীতিতে এমবিএ করেন আয়ার।
4/6
ভেঙ্কটেশ আয়ার
ম্যাচে যাঁরা ম্যাচের রঙ বদলে দিয়েছেন, তাঁদের সঙ্গে একত্রে ফটো সেশন কেকেআরের।
5/6
ভেঙ্কটেশ আয়ার
অসাধারণ পারফরম্যান্সের জন্য ভেঙ্কটেশ ম্যাচের পর জোড়া পুরস্কার পেয়েছেন।
6/6
বিরাট কোহলির সঙ্গে ভেঙ্কটেশ আয়ার
ম্যাচের পর বেশ কিছুক্ষণ বিরাট কোহলির সঙ্গে কথা বলেন ভেঙ্কটেশ। কিং কোহলির থেকে ব্যাটিং টিপস নিয়ে নেন বছর ছাব্বিশের ইন্দোরের বাসিন্দা