লকডাউনে জলকেলি এক ঝাঁক গঙ্গার ডলফিনের, বিরল দৃশ্য বলছেন পরিবেশবিদরা

Apr 28, 2020, 10:57 AM IST
1/4

ভালবাসে মিষ্টি জলে থাকতে। সাধারণত তাদের দেখা যায় গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনায়। এপ্রিল-মে করে গঙ্গার বুকে চোখে রাখলে কদাচিত্ তাদের দেখা মেলে। মাথাটাকে একবার উঁচিয়ে ফের জলেতে মিলিয়ে যায়।

2/4

কিন্তু লকডাউনের আবহে সে দৃশ্য আর কদাচিত্ নয়, প্রায়শই দেখা মিলছে। হুগলি নদীতে শুশুক তো (Ganges River Dolphin) দেখাই যাচ্ছে, এ বার দেখা গেল উত্তর প্রদেশের মেরুটে।

3/4

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখা যাচ্ছে, গঙ্গা নদীতে মনে আনন্দে নৃত্য করছে এক দল শুশুক। পশুপ্রেমীরা দাবি করছেন, এ দৃশ্য কয়েক দশক পর দেখা মিলছে।

4/4

গঙ্গায় মাত্রারিক্ত দূষণের জেরে সে ভাবে দেখা যায় না মিষ্টি জলের ডলফিন। বিপন্ন প্রজাতির এই ডলফিন সাধারণ ছোটো ছোটো গ্রুপে থাকতে ভালবাসে।