1/5
2/5
photos
TRENDING NOW
3/5
২০১৬ সালে দুজনে ছিলেন RCB-র ক্রিকেটার। সেবার বেঙ্গালুরুতে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২২৯ রানের দুরন্ত পার্টনারশিপ ছিল কোহলি আর ডিভিলিয়ার্সের। দুজনেই শতরান করেছিলেন। তাঁদের এই পার্টনারশিপ ভেঙে দিয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড। সেই ম্যাচের ব্যাট, জুতো, গ্লাভস, টুপি সহ পুরো কিটস কোহলি আর ডিভিলিয়ার্স নিলামে তুলেছেন।
4/5
ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কোহলি এবং ডিভিলিয়ার্স তাঁদের সিদ্ধান্তের কথা জানান। সেখানে ডিভিলিয়ার্স জানিয়েছেন, "আমরা আলোচনা করে সেই ম্যাচের কিটস নিলামে দিলাম। মানুষ গিয়ে বিড করতে পারবে। সেখান থেকে অর্জিত সব টাকা কোভিড-19 ফান্ডে যাবে। তা দিয়ে যত সম্ভব মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে।" ডিভিলিয়ার্সের পাশাপাশি কোহলি ইনস্টাগ্রামে জানিয়েছেন, "আমি এবং আমার বন্ধু এবি ডিভিলিয়ার্স এটা করতে পেরে ভীষণ খুশি।"
5/5
photos