ICC World Cup 2019: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে বিশ্বরেকর্ড কিং কোহলির

| Jun 27, 2019, 16:53 PM IST
1/6

1

বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ৩৭ রান করতেই মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।  

2/6

2

২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন বিরাট কোহলি।  

3/6

3

দ্রুততম ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন কিং কোহলি।  

4/6

4

সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা ২০ হাজার আন্তর্জাতিক রানের মালিক হতে সময় নিয়েছিলেন ৪৫৩ ইনিংস। কোহলি সেখানে ৪১৭ ইনিংসে ২০ হাজার রান করলেন।

5/6

5

বিশ্বের ১২তম এবং তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ২০ হাজার আন্তর্জাতিক রান করলেন কোহলি। এর আগে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় এই রেকর্ড গড়েন।

6/6

6

বিশ্বকাপেই একদিনের ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রান করে রেকর্ড বুকে নাম তুলেছেন কোহলি।