WATCH | Virat Kohli: তাঁরা শুধু বাঁধেননি ঘর! এই ব্রাজিলিয়ানের আগুনেই পুড়েছেন বিরাট! কে এই লাস্যময়ী?

| Apr 22, 2023, 18:28 PM IST
1/9

বিরাট কোহলি ও ইজাবেলে লেইটি

Virat Kohli and Izabelle Leite

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১৭ সালে বিরাট কোহলির সঙ্গে বিয়ে হয় অনুষ্কা শর্মার। ২০২১ সালে বিরুষ্কার ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা ভামিকা। বিরাট এখন পুরোপুরি ফ্যামিলি ম্যান। অনুষ্কা লাইমলাইটে আসার আগে, বিরাটের জীবনে বিভিন্ন সময়ে এসেছেন একাধিক নারী। আর তাঁদের মধ্যেই অন্যতম ইজাবেল লেইটি। এই প্রতিবেদনে রইল বিরাট-ইজাবেলের সম্পর্কের রসায়নের গল্প।

2/9

কে এই ইজাবেলে লেইটি?

 Who is Izabelle Leite?

ইজাবেলে জনপ্রিয় ব্রাজিলিয়ান মডেল। একাধিক হিন্দি ও তেলেগু ছবিতেও করেছেন কাজ।  

3/9

বাবা পুলিস অফিসার

 Daughter of police officer

ইজাবেলের বাবা পেশায় পুলিস অফিসার ও মা হোমমেকার।

4/9

ইজাবেলের সিনেমাগুচ্ছ

Izabelle's notable films

হিন্দিতে ইজাবেলে 'তলাশ','সিক্সটিন' ও 'পুরানি জিন্স'-এ অভিনয় করেছেন। তেলেগুতে ইজাবেলে 'নরেন্দ্র', 'মিস্টার মজনু' ও  'ওয়ার্ল্ড ফেমাস লাভার'-এর মতো সিনেমায় কাজ করেছেন।    

5/9

ইজাবেলের মিউজিক ভিডিয়ো

Izabelle Leite Music Video

গুরু রানধাওয়ার 'লাহোর' গানের ভিডিয়োতে ইজাবেলের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছিল।  

6/9

বিরাট-ইজাবেলে ব্রেকআপ

Virat Kohli-Izabelle Leite breakup

দু'বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছিলেন বিরাট-ইজাবেলে। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন ইজাবেলে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, 'আমাদের সম্পর্কের বয়স দু'বছরেরও বেশি সময় ছিল। তবে সহমতের ভিত্তিতেই সম্পর্ক থেকে বেরিয়ে আসি।'  

7/9

বিরাট-ইজাবেলের সম্পর্ক সামনে আসে ২০১৩ সালে

 Relationship revealed in 2013

বিরাট-ইজাবেলের সম্পর্ক সামনে এসেছিল ২০১৩ সালে। দু'জনকেই প্রায় কফি-ডিনার-মুভি ডেটে দেখা যেত। সম্পর্ক লুকিয়ে রাখতে পারেননি তাঁরা।  

8/9

বিরাট-ইজাবেলের সম্পর্কের মেয়াদ

Virat Kohli-Izabelle Leite love affair

জানা যায় ২০১২-১৪ পর্যন্ত সম্পর্কে ছিলেন বিরাট-ইজাবেলে।  

9/9

২০১২ স্মরণীয় সাল ইজাবেলের

Izabelle's Bollywood debut

আমির খানের 'তলাশ' ছবির হাত ধরেই ২০১২ সালে বলিউডে পথচলা শুরু হয় ইজাবেলের। আর সেবছরই তাঁর শুরু 'বিরাট সম্পর্ক'