World's Highest Polling Booth: ১৫,২৫৬ ফিট উচ্চতায় বিশ্বের উচ্চতম বুথ! তারকা প্রার্থী বিজেপির! কীভাবে ভোট চলছে সেখানে?

World's Highest Polling Station Tashigang Himachal Pradesh: পাহাড়ের মাঝে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত হালকা হলুদ রঙের দেওয়ালের বুথ। ভোটগ্রহণ কেন্দ্রের সামনের উপরের অংশটি অবশ্য ভারতের পতাকার মতো তেরঙা। যার মধ্যে লেখা, ভারতের উচ্চতম বুথ, তাশিগ্যাং।

| Jun 01, 2024, 14:26 PM IST
1/6

বিশ্বের উচ্চতম বুথ!

World's Highest Polling Station Tashigang Himachal Pradesh

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ আজ। ভোট চলছে বিশ্বের উচ্চতম বুথেও।   

2/6

বিশ্বের উচ্চতম বুথ!

World's Highest Polling Station Tashigang Himachal Pradesh

হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় অবস্থিত তাশিগ্যাং ভোটগ্রহণ কেন্দ্র। বিশ্বের উচ্চতম বুথ এটাই। মডেল বুথও বটে।   

3/6

বিশ্বের উচ্চতম বুথ!

World's Highest Polling Station Tashigang Himachal Pradesh

তাশিগ্যাং ও গেতের মোট ৬২ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেন। কাজা থেকে ২৯ জন বুথ স্তরের অফিসারকে এই ভোটগ্রহণ কেন্দ্রে মোতায়েন করা হয়েছে।   

4/6

বিশ্বের উচ্চতম বুথ!

World's Highest Polling Station Tashigang Himachal Pradesh

১৫,২৫৬ ফিট উচ্চতায় অবস্থিত তাশিগ্যাং বরফে ঢাকা হিমালয়ে অবস্থিত ছোট্ট একটা গ্রাম।  

5/6

বিশ্বের উচ্চতম বুথ!

World's Highest Polling Station Tashigang Himachal Pradesh

প্রসঙ্গত ইন্দো-চিন সীমান্তে LAC-এর কাছে অবস্থিত স্পিতি উপত্যকা হিমাচলের মান্ডি লোকসভার অন্তর্গত।   

6/6

বিশ্বের উচ্চতম বুথ!

World's Highest Polling Station Tashigang Himachal Pradesh

মান্ডি দেশের দ্বিতীয় বৃহত্তম লোকসভা কেন্দ্রও বটে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে মান্ডি আসনে প্রার্থী করেছে বিজেপি।